HEADLINE
৫ দিন পর ভোমরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু দেবহাটায় পাল্টাপাল্টি মারপিটে ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি সহ আহত ৫ সাতক্ষীরা সীমান্তে নয়টি স্বর্ণের বার’সহ চোরাকারবারি আটক সাতক্ষীরায় চেতনানাশক স্প্রে করে দুই পরিবারের নগদ টাকা ও স্বর্ণালংকার লুট আশাশুনির কোপাত বাহিনীর প্রধান কারাগারে সজিনা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে একজনের মৃত্যু কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় পলাতক আসামি যশোরে গ্রেপ্তার দেবহাটায় নদীতে কাঁকড়া ধরতে গিয়ে শিশুর ম’র্মা’ন্তিক মৃ’ত্যু সাতক্ষীরায় দু’বস্তা ফেনসিডিল’সহ মাদক কারবারি গ্রেপ্তার আমাদের সাতক্ষীরা জেলা উন্নয়নে অনেকটা অবহেলিত
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫:০০ অপরাহ্ন

ঘোনা সীমান্তে বিএসএফের গুলিতে মাদক পাচারকারী গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক / ২৯৬
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

সাতক্ষীরার ঘোনা সীমান্তের বিপরীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাবিবুর রহমান (৩০) নামে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে সাতক্ষীরার ঘোনা সীমান্তের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের বসিরহাট মহকুমার উত্তর ২৪ পরগনা জেলার পাকিরডাঙা সীমান্তের মেইন পিলার ৭ এর কাছে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে তাকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল থেকে ঢাকা পাঠানো হয়েছে। তবে সে মাদক পাচার করছিল বলে জানা গেছে। গুলিবিদ্ধ হাবিবুর রহমান সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

ঘোনা সীমান্তের কয়েকজন বাসিন্দা জানান, বুধবার রাতে অবৈধপথে ভারতের পাকিরডাঙা সীমান্তে ফেনসিডিল আনতে যায় হাবিবুর সহ কয়েকজন। রাত ১২টার দিকে তারা পাকিরডাঙা সীমান্তের ৭নং মেইন পিলারের শূন্যরেখার মধ্যে ঢুকে পড়েন। এরপর পাকিরডাঙা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে বুলেট ছোড়ে। এতে হাবিবুর গুরুতর জখম হলে সহযোগীরা বৃহস্পতিবার ভোরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।অবস্থার অবনতি হওয়ায় হাবিবুরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তাকে ঢাকা পাঠানো হয়েছে। এ ব্যাপারে ঘোনা ইউপি সদস্য আবুল বাসার বলেন, হাবিবুর রহমান গুলিবিদ্ধ হয়েছেন, বিষয়টি সত্য।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহফুজুর রহমান জানান, হাবিবের মাথা, দুই হাতসহ কয়েকটি স্থানে ছররা গুলি লেগেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়া হয়।

সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, তিনি লোকমুখে বিষয়টি শুনেছেন। এ ব্যাপারে বিএসএফ বরাবর প্রতিবাদ লিপিসহ পতাকা বৈঠকের আহবান করা হয়েছে।


এই শ্রেণীর আরো সংবাদ