HEADLINE
কবিতা: উন্নয়নের শপিংমল বাংলাদেশি কমিউনিটি ইন সাইপ্রাসের নতুন কমিটি ঘোষণা পাঁচ টাকা নিয়ে কথা কাটাকাটি, ভ্যান চালকের ঘুষিতে যাত্রীর মৃত্যু ভোমরা বন্দরে পেঁয়াজ মজুদ রাখায় ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীকে জরিমানা সাতক্ষীরা কারাগারে আসামির মৃত্যু! ঝাউডাঙ্গায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে ধাক্কা, বাসের ১০ যাত্রী আহত কলারোয়া ফুটবল মাঠে আনন্দ মেলার নামে চলছে অবৈধ লটারির রমরমা বাণিজ্য! কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত সাতক্ষীরার নলতা শরীফে ৫৯ তম বার্ষিক ওরছ শুরু ৯ ফেব্রুয়ারি জনগণের ক্ষতি করে কোনো কাজ করা যাবে না- ঝাউডাঙ্গায় বেত্রবতী নদী খনন কাজ পরিদর্শনে এমপি রবি
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০২:০৪ অপরাহ্ন

গভীর রাতে শ্যামনগরে জোরপূর্বক জমি দখল

শ্যামনগর প্রতিনিধি / ২০৫
প্রকাশের সময় : শনিবার, ২১ মে, ২০২২


 সাতক্ষীরার শ্যামনগর সদরের নকিপুরে গভীর রাতের আধারে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। এঘটনায় বাধা দিলে জমির মালিক সুজা মাহমুদ ও পুত্র ইয়াছিন আরাফাত কে মারধোর করে ভূমিহীন নেতা মোখছেদ আলী তার ছেলে রহমত আলী, মুছার পুত্র ফারুক, মৃত আরিজুল্যা গাজীর পুত্র বারেক।রাত একটার দিকে জমি দখল হচ্ছে শুনে জমির মালিক সুজা মাহমুদ ও পুত্র ইয়াছিন আরাফাত, মেহেদী হাসান মারুফ যেয়ে বাঁধা দিলে তাদের উপরে ভূমিহীন নেতা মোখছেদ আলী তার ছেলে রহমত আলী, মুছার পুত্র ফারুক, মৃত আরিজুল্যা গাজীর পুত্র বারেক এর নেতৃত্বে ৩০ জনের  বেশি একটি সংঘবদ্ধ দল তাদের মারধর করে।স্থানিয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে, তাদের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল প্রেরণ করে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক  জানান, তাদের শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে, সুজা মাহমুদের দাঁত নড়ছে ও ইয়াসিনের হাতেও আঘাত গুরুতর আছে বলে আশঙ্কা করা হচ্ছে।তাদেরকে উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ সাতক্ষীরা প্রেরণ করা হয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের নকিপুর গ্রামে এ ঘটনা ঘটে।এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওয়াহিদ মুর্শিদ জানান আমরা অভিযোগ পাওয়ার সাথে সাথেই পদক্ষেপ গ্রহণ করছি,এবং বিষয়টি গুরুত্বপূর্ণ ভাবে দেখছি।


এই শ্রেণীর আরো সংবাদ