HEADLINE
সাতক্ষীরা সীমান্তে অপরাধ দমনে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক ঝাউডাঙ্গা হাইস্কুল জামে মসজিদের ওযুখানা নির্মাণ কাজ উদ্বোধন শ্যামনগরে বিদ্যুৎস্পর্শে কৃষকের মৃত্যু কাশ্মিরি ও থাইআপেল কুল চাষে সফল সাতক্ষীরার মিলন ঝাউডাঙ্গা সড়কে বাস উল্টে ১০জন আহত ঝাউডাঙ্গায় জমকালো আয়োজনে শুরু হচ্ছে পৌষ সংক্রান্তি মেলা কালিগঞ্জে শীতার্ত মানুষের পাশে ”বিন্দু” মাদ্রাসা শিক্ষক শামসুজ্জামানের বিরুদ্ধে ফের ছাত্র বলাৎকারের অভিযোগ স্বামী বিবেকানন্দ দর্শন আমাদের মুক্তির পথ : সাতক্ষীরায় ১৬০তম জন্মবার্ষিকী উৎসবে আলোচকরা আ’লীগ নেতার বাড়িতে ডাকাতি, ১৫ লাখ টাকা ও ৩৪ ভরি স্বর্ণালঙ্কার লুট 
মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩, ১২:২৪ অপরাহ্ন

কয়রা উপজেলা আ,লীগের নিজস্ব কার্যালয়ের জন্য সম্পত্তি ক্রয়

কয়রা প্রতিনিধি / ২১৬
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

অবশেষে কয়রা উপজেলা আওয়ামীলীগের নিজস্ব অফিসের নামে জমি ক্রয়সহ নির্মাণ কাজ শুরু করলেন খুলনা-৬ (কয়রা- পাইকগাছা) জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু। কয়রা উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের দীর্ঘদিনের স্বপ্ন নিজস্ব সম্পত্তিতে দলীয় কার্যালয় নির্মাণ করার উদ্যোগ নিলেও অজ্ঞত কারনে বাস্তবায়ন করা সম্ভা হয়নি। জানা গেছে, বর্তমান কয়রা পাইকগাছার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে উপজেলা সদরে নিজস্ব জমিতে দলীয় অফিস করার জন্য জমি ক্রয়ের চেষ্টা করছিলেন। যাহা বুধবার (৩ নভেম্বর) রেজিষ্ট্রি কোবলার মাধ্যমে ৮ শতক জমি দলীয় কার্যালয়ের জন্য ক্রয় করা হয়েছে এবং সম্পূর্ণ অর্থ সংসদ সদস্য নিজে দিয়েছেন। এদিকে বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা সদর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম বাহারুল ইসলাম দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দলীয় সাইনবোর্ড দিয়েছেন। এ বিষয় সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু জানান, চলতি মাসেই দলের অফিস নির্মাণের জন্য ভবনের কাজ শুরু হবে। তিনি বলেন, বিগত কয়েক যুগ ধরে কয়রা উপজেলা আওয়ামীলীগ ভাড়াকৃত ঘরে দলীয় অফিসের কাজকর্ম করে আসছে এবং বিভিন্ন সময়ে নিজস্ব জমিতে অফিস করার দাবী জানালেও বিগত দিনে নেতৃবৃন্দ মুখে বললেও তা বাস্তবায়ন হয়নি। তিনি বলেন, দীর্ঘ দিন দলের অফিসের জন্য জমি ক্রয়ের চেষ্টা করলেও সুবিধামত জমি না পাওয়ায় বিলম্ব হলেও অবশেষে শুধু জমি ক্রয় নয় সাথে সাথে নির্মাণ কাজও শুরু করা হচ্ছে। এ খবর পেয়ে তৃর্ণমূল সহ দলের সর্বস্তরের নেতাকর্মীরা আনন্দিত এবং সংসদ সদস্যকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছে অনেকেই।


এই শ্রেণীর আরো সংবাদ