HEADLINE
লিবিয়ায় প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, অভিযোগ করে বিপাকে পরিবার সাতক্ষীরায় প্রায় ৩ কোটি টাকার এলএসডি ও হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক ভোমরা স্থলবন্দর দিয়ে সাড়ে ৩শ’ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে ইছামতি নদীতে জেলের জালে ধরা পড়লো ৩শ কেজির শাপলা মাছ সা’পে কা’মড়ানোর ১৩ দিন পর সাতক্ষীরায় খামার ব্যবসায়ীর মৃ’ত্যু সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বাড়াতে হবে নারীর ভূমিকা সাতক্ষীরায় বিপুল পরিমান জন্মনিয়ন্ত্রণ ঔষধ জব্দ, আটক ২ আব্দুল মোতালেব ছিলেন সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র সুন্দরবনে পর্যটকসহ সকল ধরনের প্রবেশ ৩ মাসের জন্য বন্ধ সাতক্ষীরা পৌর মেয়র চিশতীকে দায়িত্বভার বুঝিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১০:৩৭ অপরাহ্ন

কয়রায় বাবা-মা ও মেয়ে হত্যা মামলায় তিন জনের রিমান্ড মঞ্জুর

কয়রা প্রতিনিধি / ৫৭৫
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

খুলনার কয়রা উপজেলায় ২নং বাগালী ইউনিয়নের বামিয়া গ্রামে বাবা, মা ও মেয়েকে হত্যা করে পুকুরে ফেলে দেয় দুর্বৃত্তরা। জানা গেছে গত ২৬ অক্টোবর সকালে বামিয়া গ্রামের মাজেদ গাজীর বাড়ীর পাশে একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় মৃত মাজেদ গাজীর পুত্র হাবিবুর রহমান(৩৫), তার স্ত্রী বিউটি খাতুন (৩২) ও কন্যা হাবিবা খাতুন টুনি (১৩) এর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার হাবিবুরের মা বাদী হয়ে কয়রা থানায় ১ টি হত্যা মামলা দায়ের করেন। ঐ মামলায় পুলিশ ৩ জনকে আটক করে। আটককৃত হলেন, বামিয়া গ্রামের মৃত কওছার গাজীর পুত্র জিয়াউর রহমান জিয়া (৪১), কুদ্দুস গাজীর স্ত্রী সুলতানা (৩৮) ও ভাগবা গ্রামের মৃত্যু মোকছেদ আলী সরদারের পুত্র আঃ খালেক (৬৫)। আটকের পর মামলার তদন্তকারি কর্মকর্তা কয়রা থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ আছাদুল ইসলাম কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন জানালে বিজ্ঞ বিচারক শুনানী শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন বলেন, হত্যার রহস্য উদঘাটনের জন্য তদন্ত কাজ অব্যাহত রয়েছে। এ দিকে ঐ হত্যাকান্ডের রহস্য উৎঘাটন সহ মুল আসামীদের গ্রেফতার পুর্বক বিচারকের দাবিতে গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় ঘুঘরাকাটি বাজারে মানববন্ধন করেছে ঘুঘরাকাটি ফাজিল মাদ্রাসার শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, ছাত্র, ছাত্রী ও অভিভাবকগন। উল্লেখ্য ঐ মাদ্রাসার সপ্তম শ্রেনীর ছাত্রী হাবিবা খাতুন টুনিকে তার পিতা ও মাতার সাথে কুপিয়ে হত্যা করা হয়েছে।


এই শ্রেণীর আরো সংবাদ