HEADLINE
কবিতা: উন্নয়নের শপিংমল বাংলাদেশি কমিউনিটি ইন সাইপ্রাসের নতুন কমিটি ঘোষণা পাঁচ টাকা নিয়ে কথা কাটাকাটি, ভ্যান চালকের ঘুষিতে যাত্রীর মৃত্যু ভোমরা বন্দরে পেঁয়াজ মজুদ রাখায় ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীকে জরিমানা সাতক্ষীরা কারাগারে আসামির মৃত্যু! ঝাউডাঙ্গায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে ধাক্কা, বাসের ১০ যাত্রী আহত কলারোয়া ফুটবল মাঠে আনন্দ মেলার নামে চলছে অবৈধ লটারির রমরমা বাণিজ্য! কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত সাতক্ষীরার নলতা শরীফে ৫৯ তম বার্ষিক ওরছ শুরু ৯ ফেব্রুয়ারি জনগণের ক্ষতি করে কোনো কাজ করা যাবে না- ঝাউডাঙ্গায় বেত্রবতী নদী খনন কাজ পরিদর্শনে এমপি রবি
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০১:৫৯ অপরাহ্ন

কয়রায় দ্রুত স্বাস্থ্যসেবা দিতে ওয়াটার এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবেঃ এমপি বাবু

কয়রা প্রতিনিধি / ২৭৫
প্রকাশের সময় : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

উপকূলীয় এলাকা খুলনার কয়রা উপজেলার মানুষকে দ্রæত স্বাস্থ্যসেবা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও একটি ওয়াটার এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে। কয়রা পাইকগাছার জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য নতুন একটি অত্যাধুনিক এ্যাম্বুলেন্স উদ্বোধনকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানে একথা বলেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক প্রদত্ত অত্যাধুনিক এই এ্যাম্বুলেন্স প্রাপ্তির মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি এ্যাম্বুলেন্স পাওয়ায় জনগন দ্রæত স্বাস্থ্যসেবা পাবে। উদ্বোধনী সভায় প্রধান অতিথি সংসদ সদস্য জানান, উপকূল এলাকা কয়রার মানুষ ঘন ঘন দূর্যোগের সাথে মোকাবেলা করায় প্রত্যন্ত উত্তর ও দক্ষিণ বেদকাশির অসহায় মানুষ ২০ থেকে ৩৫ কিলোমিটার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স জায়গীরমলে পৌছাতে প্রতিমধ্যে অনেক রোগি মারা গেছে। সে জন্য তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে নদীপথে যোগাযোগের জন্য দ্রæত ওয়াটার এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ সুদীপ বালা ও অন্যান্য ডাক্তারদের উদ্যেশ্যে বলেন এ্যাম্বুলেন্সের অভাব দেখা দিলে প্রয়োজনে ভাড়া করে রোগি দ্রæত পাঠানোর ব্যবস্থা করবেন এবং এজন্য অর্থ তিনি এবং ইউনিয়নের জনপ্রতিনিধিরা ব্যবস্থা করবেন। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুদীপ বালার সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ^াস, ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেস সানা, কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রিস আদিত্য মন্ডল, খান সাহেব কোমরউদ্দীন কলেজের অধ্যক্ষ ড. চয়ন কুমার, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল, প্রভাষক শাহনেওয়াজ শিকারী, আঃ সামাদ গাজী, আব্দুল্লাহ আল মাহমুদ, বাহারুল ইসলাম, আছের আলী মোড়ল সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, নবনির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য।


এই শ্রেণীর আরো সংবাদ