HEADLINE
সাতক্ষীরায় অভিনব কায়দায় মাদক পাচার, আটক ২ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতা চাঁদের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে মামলা ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আড়াই কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ৪ তলা ভবন উদ্বোধন বর্তমান বিশ্বে মানবধিকার বিপর্যয়ের মুখে প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি-অনিয়ম হলে কঠোর ব্যবস্তaবিভাগীয় কমিশনার খুলনা সাতক্ষীরায় ১১টি ভারতীয় ইয়ারগানসহ ১ চোরাকারবারি আটক সাতক্ষীরায় ছাত্রীকে যৌন হয়রানির দায়ে শিক্ষক আটক চোরাচালানের স্বর্গরাজ্য এখন সাতক্ষীরা সীমান্তের রেউই এলাকা! ভূমি সেবা সপ্তাহে দু’দিনেই নিষ্পত্তি হবে ই-নামজারি কেস সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরিক্ষার্থী দুই বন্ধুর মৃ*ত্যু
রবিবার, ২৮ মে ২০২৩, ০৫:৩০ পূর্বাহ্ন

কয়রায় অক্সিজেন সিলিন্ডার, জরুরি ঔষধ ও করোনা চিকিৎসা সেল উদ্বোধন

কয়রা প্রতিনিধি / ৪২৬
প্রকাশের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১

সেবাই ধর্ম, করোনা মুক্ত হোক পৃথিবী” এই শ্লোগানকে সামনে রেখে কযরায় করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় মানুষের জীবন রক্ষার জন্য খান সাহেব কোমর উদ্দীন কলেজ ও খ- ১৩ এর উদ্যোগে ডাঃ খান আহমেদ হেলালীর সার্বিক ব্যবস্থাপনায় করোনা চিকিৎসা সেল এর উদ্বোধন করা হয়েছে। ২৮ জুলাই বুধবার বিকাল ৫ টায় খান সাহেব কোমরউদ্দীন কলেজের হলরুমে সামাজিক দূরত¦ বজায় রেখে অত্র কলেজের সভাপতি ডাঃ খান আহমেদ হেলালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে করোনা চিকিৎসা সেলের উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু। প্রভাষক শাজহাবাজ আলীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ^াস, কয়রা থানা অফিসার ইনচার্জ রবিউল হোসেন,খান সাহেব কোমরউদ্দীন কলেজের অধ্যক্ষ ড. চয়ন কুমার রায়, কয়রা প্রেস ক্লাবের সভাপতি এসএম হারুন অর রশীদ, ভাইস চেয়ারম্যান কমলেশ কুমার সানা. আমাদী ইউনিয়ন নৌকার প্রার্থী জিয়াউর রহমান জুয়েল, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নির্মল কুমার দাস, যুবলীগ নেতা এ্যাডঃ আরাফাত হোসেন, জাকারিয়া, বায়জিদ সহ খান সাহেব কোমরউদ্দীন কলেজের প্রভাষক মন্ডলী। প্রধান অতিথি সাংসদ আকতারুজআজামান বাবু বলেন, কয়রা পাইকগাছার করোনা আক্রান্ত মানুষ যাতে অক্সিজেনের অভাবে মারা না যায় সে জন্য আকতারুজ্জামান বাবু অক্সিজেন ব্যাংক করেছি এবং যাতে করে সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠন কে সহযোগিতা করার জন্য উৎসাহিত করার জন্য আমার নামে করেছি। আজকে ডাঃ খান আহমেদ হেলালী এবং খান সাহেব কোমরউদ্দীন কলেজ ও এল -১৩ এর উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার, জরুরি ঔষধ, টেলিমেডিসিন সেবা ও করোনা চিকিৎসা সেল এটি একটি উজ¦ল দৃষ্টান্ত। যা কয়রা উপজেলার মানুষের শ^াসকষ্টজনিত রোগীদের জীবন বাঁচাতে সহায়ক হবে। তিনি আরও বলেন, বর্তমান সংকটাপন্ন পরিস্থিতিতে সরকারের পাশাপাশি যদি সমাজের বিত্তবানরা এগিয়ে আসে তাহলে মানুষ প্রাণহানি থেকে রক্ষা পাবে। কলেজের সভাপতি ডাঃ খান আহমেদ হেলালী বলেন, বর্তমান এই সংকটাপন্ন সময়ে কোন রোগীর সমস্যা দেখা দিলে আমি ভিডিও কলের মাধ্যমে সেবা দেব তাই সেটা রাত ১২ টা হোক ১ টা হোক। এবং যে কোন সময় আমি সর্বক্ষণ মেসেঞ্জারে ভিডিও কলের মাধ্যমে চিকিৎসা ও জরুরি ঔষধ সেবা দেব ইনশাআল্লাহ। অনুষ্ঠান শেষে অক্সিজেন সিলিন্ডার, জরুরি ঔষধসহ সেচ্ছাসেবীদের ব্যক্তিগত প্রোটেশন ইকুয়েভমেন্ট সরঞ্জাম আকতারুজ্জামান বাবু অক্সিজেন ব্যাংক পরিচালনাকারী এ্যাডঃ আরাফাত হোসেন, জাকারিয়া ও বায়জিদের হাতে তুলে দেন। উল্লেখ্য উক্ত অক্সিজেন সিলিন্ডার, জরুরি ঔষধ ও টেলিমেডিসিন সেবার কার্যক্রম পরিচালনা করবেন আকতারুজ্জামান বাবু অক্সিজেন ব্যাংক।


এই শ্রেণীর আরো সংবাদ