HEADLINE
ক্যান্সারে আক্রান্ত জাহানারা বাঁচতে চায় সাতক্ষীরায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত কারাগারে পড়াশোনায় ভালো করার জন্য ৫টি কার্যকরী গাইড লাইন দেশকে অন্ধকারে ঠেলে দিতে না চাইলে আবারও নৌকায় ভোট দিন : সাতক্ষীরায় জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় ঝাউডাঙ্গা সমাজ কল্যাণ ফাউন্ডেশনকে সম্মাননা ক্রেস্ট প্রদান শিশুর প্রথম এক বছর: শিক্ষার ভিত্তি স্থাপন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি বাজার মনিটরিং ব্যবস্থা জরুরি সাতক্ষীরায় তরুণদের অংশগ্রহনে ৪ দিনব্যাপী ইয়ুথ ইনোভেশন ল্যাব বুধহাটায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে বেত্রাঘাতের অভিযোগ সাতক্ষীরা সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি হলেন জাহিদ হোসেন
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৩ অপরাহ্ন

কোমরপুরের ভোটকেন্দ্র সেকেন্দ্রায় স্থানান্তর; ক্ষুদ্ধ ভোটাররা

দেবহাটা প্রতিনিধি / ৩১১
প্রকাশের সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

দেবহাটার পারুলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড দক্ষিন কোমরপুরের ভোটাররা আজীবন ভোটাধিকার প্রয়োগ করে এসেছেন কোমরপুর দাখিল মাদরাসা (৯৮৮) কেন্দ্রটিতে। সরকারি ওই মাদরাসাটিতে জাতীয়, স্থানীয় ও উপজেলা পর্যায়ের নির্বাচনে প্রতিবারই সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হতো।


কিন্তু এবারই প্রথম আকর্ষিকভাবে কোমরপুর দাখিল মাদরাসা ভোট কেন্দ্রটির নাম তালিকা থেকে সরিয়ে সেখানে নতুন করে সংযুক্ত করা হয়েছে নির্বাচনী এলাকা থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে সেকেন্দ্রায় অবস্থিত একটি রাজনৈতিক মহল নিয়ন্ত্রিত ব্যাক্তি মালিকানাধীন ব্লিস ইন্টারন্যাশনাল স্কুলের নাম।


এতে করে জরাজীর্ণ রাস্তায় পায়ে হেটে ৫ কিলোমিটার দূরের ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগে তীব্র বিড়ম্বনার শিকার হতে হবে ভোটারদের। পাশাপাশি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাশ কাটিয়ে একটি রাজনৈতিক মহল নিয়ন্ত্রিত ব্যাক্তি মালিকানাধীন স্কুলে ভোটকেন্দ্র স্থাপনের সিন্ধান্ত নেয়ায় সেখানে সুষ্ঠ ভোট গ্রহন সম্পন্ন না হতে পারে বলেও শঙ্কিত কোমরপুরবাসী। এতে করে ভোটারদের ভোগান্তি ও হয়রানী কমাতে এবং সুষ্ঠ ও শান্তিপূর্ন নির্বাচনের পরিবেশ ফেরাতে ওই রাজনৈতিক মহল নিয়ন্ত্রিত সেকেন্দ্রার ব্লিস ইন্টারন্যাশনাল স্কুলের নাম ভোটকেন্দ্রের তালিকা থেকে বাদ দিয়ে সেখানে পুনরায় কোমরপুর দাখিল মাদরাসা ভোট কেন্দ্রের নামটি পুন: সংযোজনের দাবি জানিয়ে দক্ষিন কোমরপুর বাসীর পক্ষ থেকে সম্প্রতি জেলা নির্বাচন অফিসার বরাবর লিখিত আবেদন জানানো হয়েছে।


এই শ্রেণীর আরো সংবাদ