HEADLINE
সাতক্ষীরায় অভিনব কায়দায় মাদক পাচার, আটক ২ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতা চাঁদের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে মামলা ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আড়াই কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ৪ তলা ভবন উদ্বোধন বর্তমান বিশ্বে মানবধিকার বিপর্যয়ের মুখে প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি-অনিয়ম হলে কঠোর ব্যবস্তaবিভাগীয় কমিশনার খুলনা সাতক্ষীরায় ১১টি ভারতীয় ইয়ারগানসহ ১ চোরাকারবারি আটক সাতক্ষীরায় ছাত্রীকে যৌন হয়রানির দায়ে শিক্ষক আটক চোরাচালানের স্বর্গরাজ্য এখন সাতক্ষীরা সীমান্তের রেউই এলাকা! ভূমি সেবা সপ্তাহে দু’দিনেই নিষ্পত্তি হবে ই-নামজারি কেস সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরিক্ষার্থী দুই বন্ধুর মৃ*ত্যু
রবিবার, ২৮ মে ২০২৩, ০৮:০৯ অপরাহ্ন

কোন নির্দিষ্ট সম্প্রদায় নয় বাঙালি জাতির জন্য সমান আইন চাই

রাজু ঘোষ / ৯৭
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

রাজু ঘোষ: হিন্দু আইন সংস্কার করবেন করেন তারপর বৌদ্ধ আইন সংস্কার করেন, তবে যদি পারেন মানুষের জন্য আইন টা সংস্কার করেন জাতি হিসাবে বাঙালি জাতির জন্য যে সংবিধান আছে প্রকৃত সংবিধান অনুযায়ী সেটার বাস্তবায়ন করতে পারলে হয়ত আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মানবিক মানুষের জন্য একটা প্রজন্ম তৈরি হবে যারা জ্ঞান বিজ্ঞান সংস্কৃতি ধরে রাখার জন্য বাংলাদেশী হিসাবে দেশের বাইরে গর্ব করে পরিচয় দিতে পারবে, আমি শেখ মুজিবের দেশের মানুষ আমার জাতি বাঙালি আমার জাতির পিতা শেখ মুজিব আমাদের উন্নয়নের রুপকার জননেত্রী শেখ হাসিনা। মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নহে, নতুনত্ব সৃষ্টিতে সব সময় বাধা থাকে পৃথিবীর শুরু থেকে আজকের এই পট পরিবর্তনে মানুষ বারংবার তাদের সমাজ ব্যবস্হা পরিবর্তনে আইন সংস্কার করেছে, যখন কোন কিছুর সংস্কার হয়েছে তখন ই গোড়ামিযুক্ত কিছু লোক সেটার বিরুদ্ধে থেকেছে এটাই হয়ে আসছে, তথ্য প্রযুক্তিনির্ভর এই যুগে যাহাই করতে হবে সেটা জন্য সকল মানুষের জন্য হয় সেটার দিকে নজর রাখতে হবে, বির্তক হবে সমাধান চলে আসবে, কিন্তু প্রতোক ধর্মে কিছু মানুষ থাকে যারা ধর্ম কে পুজি করে কিংবা
ঢাল হিসাবে ব্যবহার করে নিজেদের আখের গোছায় এরা ব্যাক্তিস্বত্তায় বিশ্বাসী সমষ্টিগত সামাজিক উন্নয়ন এদের বিপরীত রুপ, এই মুখোশধারী মানুষ গুলো কে বাইরে রেখে সত্যিকার অর্থে মানুষের জন্য সমান আইন সংস্কার করুন, যেমন ছেলে হোক কিংবা মেয়ে দুটি সন্তান ই যথেষ্ট, সেই স্লোগান টাও সুন্দর পরিকল্পনায় দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয়, এটা শুধুমাত্র স্লোগ্নেই সীমাবদ্ধ থেকে গেছে সুন্দর পরিকল্পনার বাস্তবায়ন টা সমাজে প্রতিষ্টিত করা যায় কোন রকম আইন করেও, এমন অনেক পরিকল্পনা আছে এমন অনেক আইন আছে যেটা শুধুমাত্র কাগজ কলমেই সীমাবদ্ধ, সেটাকে যদি শুধুমাত্র প্রতিষ্টানিক কাগুজে আইন না করে বাস্তবায়ন করা যেত তাহলে নতুন করে যখন হিন্দু আইন সংস্কার হচ্ছে তখন প্রশ্ন কম উঠতো, জাতি হিসাবে বাঙালি এই পরিচয় আমরা কেউ দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি না, আমরা নিজেদের ধর্মীয় পরিচয়ে নিজেদের গন্ডিতে আবদ্ধ থেকে তারপর নিজেদের মধ্য জাতপাতের খিছিং লাগিয়ে নিজদের মহান গর্ববতী হিসাবে সমাজে র সমাজপতি হিসাবে পরিচয় দিতে ভালোবাসি, টুকরো টুকরো জাতি সত্তা কর্মের জন্য বিভক্ত হলেও দেশীয় জাতিসত্তা আমদের একটাই হওয়া উচিত পরিচয় দিতে কুন্ঠাবোধ করে সেই সত্তা নিয়ে আধুনিক বিশ্বের সাথে তাল মেলানো যাবে না।
সংস্কার শুধু হিন্দু আইন নয় সংস্কার করাহোক সকল জরাজীর্ন আইন এবং সেটার সঠিক বাস্তবায়ন করাহোক সমাজের সকল শ্রেণী পেশার মানুষের জন্য, আইনের সুবিধা কিংবা ফাঁকফোকর জেনো কিছু নির্দিষ্ট সুবিধাভোগী মানুষ ব্যবহার না করে, সেটার প্রতি দায়িত্ববানদের নীতি ভ্রষ্ট হলে চলবে না।সর্বোপরি আপনি আপনারা যদি সমাজ রাষ্ট্রব্যবস্হা থেকে ঘুষ দূর্নীতি কালোবাজারি দালাল নির্মূল করতে না পারেন আখেরে কোন আইন ই ভবিষ্যৎ পন্হায় সঠিক ভাবে পথ দেখাবে না। ব্রিটিশ আমলে কিংবা মান্ধাতার আমলে তৈরি আইন যেমন পরিবর্তনের সময় এসেছে তেমনি প্রশাসক হিসাবে নয় সেবক হিসাবে মেধা মননে যদি ধারন করতে না পারি তাহলে তাহলে ৫০বছরে আমাদের এত অর্জনের সাফল্যগাথা বিসর্জনের গল্পে রুপ নিতে সময় লাগবে না, সেটা আমারা ইতিহাসের বিভিন্ন পটপরিবর্তনে দেখেছি।
একজন স্বপ্নচারী তরুন হিসাবে আমিও স্বপ্ন দেখি রাষ্ট্রকাঠামো র জীর্নময় আইন কিংবা সামাজিক সমাজ ব্যবস্হায় পরিবর্তনের। লাল ফিতার ঐ ফাইলে বন্দী আইন যেনো আমাদের স্মার্ট বাংলাদেশের তরুনদের উৎসাহ মূলক সাড়াজাগানো পথে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে।

লেখক: রাজু ঘোষ, ছাত্রনেতা


এই শ্রেণীর আরো সংবাদ