HEADLINE
ডেঙ্গু প্রতিরোধে একমাত্র উপায় জনসচেতনতা কবিতা: শরৎ মাখা শারদীয়া কেশবপুরে স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় যুবককে কারাদন্ড পাটকেলঘাটায় ছেলেকে মারধরের প্রতিবাদ করায় পিতাকে পি’টিয়ে হ’ত্যা ক্যান্সারে আক্রান্ত জাহানারা বাঁচতে চায় সাতক্ষীরায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত কারাগারে পড়াশোনায় ভালো করার জন্য ৫টি কার্যকরী গাইড লাইন দেশকে অন্ধকারে ঠেলে দিতে না চাইলে আবারও নৌকায় ভোট দিন : সাতক্ষীরায় জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় ঝাউডাঙ্গা সমাজ কল্যাণ ফাউন্ডেশনকে সম্মাননা ক্রেস্ট প্রদান শিশুর প্রথম এক বছর: শিক্ষার ভিত্তি স্থাপন
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪১ পূর্বাহ্ন

কৈখালী স্টেশনের বিরুদ্ধে বরফ অবৈধ বলে টাকা নেওয়ার অভিযোগ

শ্যামনগর প্রতিনিধি / ৩৫৭
প্রকাশের সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন থেকে বৈধ ভাবে সাদা মাছের পাশ পারমিট দেওয়া হচ্ছে  এক সপ্তাহের জন্য, এক সপ্তাহে ধরে মাছ মারতে গেলে জেলেদের বরফের প্রয়োজন, বরফ ছাড়া এক সপ্তাহ মাছ রাখা সম্ভব নয়। তখনই শুরু হয় কৈখালী স্টেশনের খেলা অসহায় জেলে বাওয়ালীদের বলা হয় প্রতি নৌকা 1000 টাকা করে দিতে হবে বরফের জন্য,তা না হলে বরফ নিয়ে যেতে পারবে না। তাহলে কি বরফ অবৈধ, না বৈধ এটা জানতে চাই অসহায় জেলে  বাওয়ালীরা। নাম প্রকাশে অনিচ্ছুক কিছু জেলের সাথে কথা হলে তারা বলেন  আমরা কৈখালী স্টেশন থেকে এক সপ্তাহের জন্য সাদা মাছের পাস নিয়ে সুন্দরবনে প্রবেশ করি এবং আমাদের পাশে কোন বরফের উল্লেখ নেই। তারপরও আমাদের কাছ থেকে এক হাজার করে টাকা নেয় বরফের জন্য। তাহলে কি বরফ সুন্দরবনে নিয়ে যাবা অবৈধ। বরফ সুন্দরবনে নিয়ে যাবা যদি অবৈধ হয়ে থাকে তাহলে কি টাকায় বিনিময় বৈধ হচ্ছে।তারা আরো বলেন,বরফের জন্য আমরা টাকা দেয় তাহলে পাশে কেন লেখে না।সুন্দরবনে গেলে অনেক স্টেশনের আওতার জেলেদের সাথে কথা হলে। তারা বলেন আমাদের কাছ থেকে কোন বরফের টাকা নেওয়া হয় না। তাহলে কি বরফের জন্য টাকা শুধু কৈখালী স্টেশন নিচ্ছে। বরফ যদি অবৈধ হয়ে থাকে তাহলে বনবিভাগ কিভাবে বরফ বৈধ করে সুন্দর বনে প্রবেশ করাচ্ছে। আসলে কি বরফ অবৈধ না বৈধ।


এবিষয়ে কৈখালী স্টেশন কর্মকর্তা মোঃহারুন-অর-রশিদ বলেন। আমার এইটা মোটামোটি জানা নেই তো, আমাদের অফিসে সবার সাথে মিটিং ও আলাপ আলোচনা করবে। এবিষয়ে সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান এর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।


এই শ্রেণীর আরো সংবাদ