HEADLINE
সাতক্ষীরায় ১৫টি যানবাহন ও ৬টি মুদি দোকানে জরিমানা সরসকাটি দাখিল মাদ্রাসায় পাতানো নিয়োগ বোর্ড সম্পন্ন দক্ষিণ ফিংড়িতে “শিশু যৌন নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে তারুণ্য” শীর্ষক পথনাটক সরসকাটি দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ অস্থিতিশীলতার দিকে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ যুবলীগের অঙ্গীকার আসাদুজ্জামান বাবু এমপি হলে সকল মানুষ পাবে উপকার সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই ভারতীয় নাগরিক নিহত, আহত ১ সাতক্ষীরায় গলায় ফাঁ’স দিয়ে পুলিশ কর্মকর্তার আত্মহ’ত্যা কলারোয়ায় শিশুকে বাঁচাতে গিয়ে ইট ভাঙা গাড়ি উল্টে চালকের মৃ’ত্যু বাবুলিয়ায় বি.বি ইটভাটা ধ্বংস, এস.বি.এল ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৭ অপরাহ্ন

কৈখালী সীমান্তে চোরাইপথে আসা ভারতীয় ৬টি গরু আটক

আব্দুল কাদের, শ্যামনগর / ৩২১
প্রকাশের সময় : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

শ্যামনগর উপজেলার নীলডুমুর ব্যাটালিয়ান (১৭ বিজিবি) উত্তর কৈখালী বিজিবি’র হাতে চোরাইপথে আসা ভারতীয় ০৫টি গরু আটক করেছে। যার আনুমানিক মূল্য ২ লাখ ৬০ হাজার টাকা,এবং একই সময়ে কৈখালী আর বিজি সদস্যরা দক্ষিণ কৈখালী আদম গাজীর বাড়ি সংলগ্ন কালিন্দীনদী হতে  ১ টি গরু সহ ১টি নৌকা আটক করেন।


বিজিবি সূত্রে জানা যায় ভারতীয় চোরাকারবারীরা সীমান্ত পাড়ি দিয়ে গরু-মহিষ ও মাদক এনে দেশীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। শুক্রবার রাতে কৈখালী সীমান্তের সাহেবখালী এলাকায় বিজিবি’র টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নেন। রাত অনুমান ০১ টার সময় ভারতীয় চোরাকারবারীর দল গরু নিয়ে সীমান্ত নদী পেরিয়ে সাহেবখালী প্রবেশ করলে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে গরুগুলো রেখে পালিয়ে যায়। এ সময় বিজিবি’র সদস্যরা ভারতীয় চোরাইপথে আসা ০৫ টি গরু আটক করে ও পৃথক অভিযানে ১ টি গরু সহ ১ টি নৌকা ক্যাম্পে নিয়ে আসে।শুক্রবার রাতে গরুগুলো নীলডুমুর(১৭) ব্যাটালিয়ন উত্তর কৈখালী বিজিবি ক্যাম্পে নিয়ে যান এবং শনিবার প্রকাশ্যে নিলামে বিক্রয়ের জন্য কালীগঞ্জের বসন্তপুর প্রেরণ করেন। বিজিবি সূত্রে জানা যায় কাস্টমসের মাধ্যমে প্রকাশ্যে নিলামে বিক্রয় করার জন্য পাঠানো হয়েছে।


এই শ্রেণীর আরো সংবাদ