HEADLINE
ডেঙ্গু প্রতিরোধে একমাত্র উপায় জনসচেতনতা কবিতা: শরৎ মাখা শারদীয়া কেশবপুরে স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় যুবককে কারাদন্ড পাটকেলঘাটায় ছেলেকে মারধরের প্রতিবাদ করায় পিতাকে পি’টিয়ে হ’ত্যা ক্যান্সারে আক্রান্ত জাহানারা বাঁচতে চায় সাতক্ষীরায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত কারাগারে পড়াশোনায় ভালো করার জন্য ৫টি কার্যকরী গাইড লাইন দেশকে অন্ধকারে ঠেলে দিতে না চাইলে আবারও নৌকায় ভোট দিন : সাতক্ষীরায় জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় ঝাউডাঙ্গা সমাজ কল্যাণ ফাউন্ডেশনকে সম্মাননা ক্রেস্ট প্রদান শিশুর প্রথম এক বছর: শিক্ষার ভিত্তি স্থাপন
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৩ অপরাহ্ন

কেশবপুরে ৯৮টি পূজা মন্ডপে পূজার প্রস্তুতি

উৎপল দে, কেশবপুর / ৩৯৩
প্রকাশের সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

মাত্র কদিন পরেই শারদোৎসব। এ বছর ১১ই অক্টোবর শুরু হতে যাচ্ছে হিন্দু স¤প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজো । আর এই দূর্গাপূজোকে সামনে রেখে সারাদেশের মতো কেশবপুরে প্রতিমা শিল্পীরা ব্যস্ত সময় অতিবাহিত করছে।

কেশবপুর উপজেলায় এবছর ৯৮ টি পূজা মন্ডপে পূজার প্রস্তুতি চলছে। এর মধ্যে কেশবপুর পৌরসভায় ৮ টি, ১নং ত্রিমোহিনী ইউনিয়নের ১ টি, ২নং সাগরদাঁড়িইউনিয়নের ১৩ টি, ৩নং মজিদপুর ইউনিয়নের ৭ টি, ৪নং বিদ্যানন্দকাঠী ইউনিয়নের ৬টি, ৫নং মঙ্গলকোট ইউনিয়নের ৪ টি, ৬ নং কেশবপুর সদর ইউনিয়নের ৭ টি, ৭ নং পাঁজিয়া ইউনিয়নের ৯ টি, ৮ নং সুফলাকাঠী ইউনিয়নের ১১ টি, ৯ নং গৌরিঘোনা ইউনিয়নের ১১ টি, ১০ নং সাতবাড়িয়া ইউনিয়নের ১১ টি, ১১ নং হাসানপুর ইউনিয়নের ১১ টি পূজা মন্ডপে চলছে পূজার প্রস্তুতি। প্রতিমা গুলোতে চলছে রং তুলির কাজ। এ বছর করোনার প্রাদুর্ভাবের কারণে সরকারি পূজা পরিষদের নির্দেশনা মেনেই চলছে পূজার কাজ। তবে গত বছরের থেকে এ বছর কেশবপুরে পূজার সংখ্যা বেড়েছে।


কেশবপুর কেন্দ্রীয় মন্দিরের দূর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল চন্দ্র সাহা বলেন মন্দিরে প্রতিমাতে রং তুলির কাজ চলছে। পূজার প্রস্তৃতি পুরোদমে চলছে। কেশবপুর পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক গৌতম রায় বলেন কেশবপুর উপজেলায় মোট ৯৮ টি পূজা মন্ডপে পূজার প্রস্তৃতি চলছে।


এই শ্রেণীর আরো সংবাদ