সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০১:৫১ পূর্বাহ্ন

কেশবপুরে ১৬ কেজি রুপা উদ্ধার

উৎপল দে, কেশবপুর / ২৩৫
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

যশোরের কেশবপুরে বৃহস্পতিবার সকালে উপজেলার সরসকাটি এলাকায় মোটরসাইকেল থেকে পুলিশ ১৬ কেজি রুপা উদ্ধার করেছে। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে কলারোয়ার দিক থেকে এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে উপজেলার সরসকাটি এলাকায় আসছিল। পুলিশ দেখে ওই ব্যক্তি মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে গেলে সন্দেহবশত মোটরসাইকেল তল্লাশিকালে সিটের নিচ থেকে ১৬ প্যাকেট রুপা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া রুপার ওজন ১৬ কেজি ৭৪১ গ্রাম।

এ ব্যাপারে উপজেলার ভালুকঘর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আব্দুল আজিজ বলেন, মোটরসাইকেল তল্লাশি করে উদ্ধারকৃত রুপা স্থানীয় জুয়েলার্স ব্যবসায়ীদের দিয়ে করানো হয় পরীক্ষা। ওই রুপার আনুমানিক মূল্য ১১ লাখ টাকা। #


এই শ্রেণীর আরো সংবাদ