যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় মনিরুল ইসলাম (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। তিনি মঙ্গলবার সকালে খুলনা সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এলাকাবাসী জানায়, গত সোমবার সকালে উপজেলার কেশবপুর-পুলেরহাট সড়কের ত্রিমোহিনী শশ্মানের পাশে মাছবাহী পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী উপজেলার ঝিকরা গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে মনিরুল ইসলাম (২৮) ও একই গ্রামের সিদ্দিক মোড়লের ছেলে সবুজ হোসেন (২৫) মারাত্মক আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় স্থানান্তর করা হয়। আহতদের মধ্যে মনিরুল ইসলাম মারা গেছেন। এছাড়াও সবুজ হোসেনের অবস্থায়ও আশঙ্কাজনক। মনিরুল ইসলামের মৃত্যুর বিষয়টি ঝিকরা গ্রামের ইউপি সদস্য মিজানুর রহমান নিশ্চিত করেছেন।