যশোরের কেশবপুরে বৃহ¯পতিবার উপজেলা স্কাউটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটের স¤পাদক দীন ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন, উপজেলা স্কাউটের কমিশনার নূরুল ইসলাম খান, সহ-সভাপতি অধ্যক্ষ আসাদুজ্জামান, অধ্যক্ষ কফিলউদ্দিন, সহস¤পাদক আব্দুল হালিম, উপজেলা স্কাউট লিডার নজরুল ইসলাম, কাব লিডার রেজাউল করিম, কোষাধ্যক্ষ নাজমুল হুদা বাবু, সহকারী কমিশনার আতিয়ার রহমান, সদস্য সুপ্রভাত কুমার বসু, অজিত মুখার্জী, নিখিল চন্দ্র, মাহবুবুর রহমান প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১১ সেপ্টেম্বর কেশবপুর উপজেলা কাব-স্কাউটের ত্রি-বার্ষিক কাউন্সিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।