মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৯:১৫ পূর্বাহ্ন

কেশবপুরে সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু  

কেশবপুর প্রতিনিধি / ২২৩
প্রকাশের সময় : বুধবার, ৮ জুন, ২০২২

 কেশবপুর সড়ক দূর্ঘটনায় মান্নান শখ(৭০) নামে এক বদ্ধ পথচারীর মত্যু হয়ছ। পুলিশ ঘাতক বাস ও ড্রাইভারক আটক করছন। 

জানা গেছে, কশবপুর পর শহরর মধ্যকুল এলাকার মত কফিল উদ্দীনর ছল আব্দুল মানান শখ (৭০) বুধবার বিকল নিজ বাড়ী থক কশবপুর বাজারর দিক যাছিলন। ট্রাক টার্মিনাল পার হয় সামন পছল পিছন দিক থক একটি যাত্রী বাঝাই বাস (ঢাকা মট্রাÑখ-১৪-০০-৭০) ধাক্কা দিল আব্দুল মানান গুরুতর আহত হন। এলাকাবাসী আহত ব্যক্তিক উদ্ধার কর উপজলা স্বাস্য কমপ্লক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাক মৃত ঘোষনা করন। পুলিশ ঘাতক বাস ও তার ড্রাইভারক আটক করছ।  কশবপুর থানার অফিসার ইনচার্জ বারহান উদ্দীন বলন, সড়ক দূর্ঘটনায় এক বদ্ধর মত্যু হয়ছ। ঘাতক বাস ও বাসর ড্রাইভার কে  আটক করা হয়ছ।  এলাকাবাসীরা জানান, ট্রাক টার্মিনালর পাশ যশার- সাতক্ষীরা সড়কর উপর প্রায় প্রতিদিনই ট্রাক  অর্ধেক রাস্তা দখল কর রাখা হয়। যার কারন এরকম দূর্ঘটনা প্রায়ই ঘটে। #


এই শ্রেণীর আরো সংবাদ