HEADLINE
ইছামতি নদীতে জেলের জালে ধরা পড়লো ৩শ কেজির শাপলা মাছ সা’পে কা’মড়ানোর ১৩ দিন পর সাতক্ষীরায় খামার ব্যবসায়ীর মৃ’ত্যু সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বাড়াতে হবে নারীর ভূমিকা সাতক্ষীরায় বিপুল পরিমান জন্মনিয়ন্ত্রণ ঔষধ জব্দ, আটক ২ আব্দুল মোতালেব ছিলেন সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র সুন্দরবনে পর্যটকসহ সকল ধরনের প্রবেশ ৩ মাসের জন্য বন্ধ সাতক্ষীরা পৌর মেয়র চিশতীকে দায়িত্বভার বুঝিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ মায়ের অনুপ্রেরণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন সাতক্ষীরার মাসুদ রানা সাতক্ষীরার ১০ লক্ষ মানুষ মাছ চাষের উপর নিরর্ভরশীল প্রধানমন্ত্রীর প্রাননাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ সমাবেশ
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০১:৫৩ পূর্বাহ্ন

কেশবপুরে শ্রী কৃষ্ণের আর্বিভাব তিথি শুভ জন্মাষ্টমী পালিত

উৎপল দে, কেশবপুর / ২৮৪
প্রকাশের সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১

যশোরের কেশবপুরে যুগাচার্য ভগবান শ্রী কৃষ্ণের আর্বিভাব তিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে দেশ ও জাতির মঙ্গল কামনায় আলোচনা সভা, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, এবং প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট যশোরের উদ্যোগে সোমবার কেশবপুর শহরের বালিয়াডাঙ্গা সর্বজনীন দেবালয় মন্দিরে এই অনুষ্ঠানের আয়োজন করে।
যশোর জেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক চৈতি মহলদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। স্বাগত বক্তব্য দেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বিশিষ্ট সাংবাদিক শ্যামল সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মণিরামপুর-কেশবপুর সার্কেল) আশেক সুজা মামুন, কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ ওহিদুজ্জামান, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান ,উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ স¤পাদক সুকুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক গৌতম রায় প্রমুখ। এ সময় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক,যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক শিকদার, কেশবপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মশিউর রহমান, উপজেলা সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন চন্দ্র, কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে, কোষাধ্যক্ষ শামসুর রহমান, যশোর জেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ফিল্ড সুপার ভাইজার অনিমেষ ঘোষ ও মানবেন্দ্র মন্ডল প্রমূখ। আলোচনার পর দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এছাড়াও কেশবপুর সার্বজনীন কেন্দ্রীয় কালীমন্দির পরিচালনা কমিটির আয়োজনে শ্রী শ্রী গীতাপূজা ,সমগ্র গীতাপারায়নী , অষ্টাত্তর শতনাম পাঠ, পূজা অনুষ্ঠিত হয়েছে। পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।


এই শ্রেণীর আরো সংবাদ