HEADLINE
লিবিয়ায় প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, অভিযোগ করে বিপাকে পরিবার সাতক্ষীরায় প্রায় ৩ কোটি টাকার এলএসডি ও হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক ভোমরা স্থলবন্দর দিয়ে সাড়ে ৩শ’ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে ইছামতি নদীতে জেলের জালে ধরা পড়লো ৩শ কেজির শাপলা মাছ সা’পে কা’মড়ানোর ১৩ দিন পর সাতক্ষীরায় খামার ব্যবসায়ীর মৃ’ত্যু সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বাড়াতে হবে নারীর ভূমিকা সাতক্ষীরায় বিপুল পরিমান জন্মনিয়ন্ত্রণ ঔষধ জব্দ, আটক ২ আব্দুল মোতালেব ছিলেন সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র সুন্দরবনে পর্যটকসহ সকল ধরনের প্রবেশ ৩ মাসের জন্য বন্ধ সাতক্ষীরা পৌর মেয়র চিশতীকে দায়িত্বভার বুঝিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ
বুধবার, ০৭ জুন ২০২৩, ০৯:০৩ অপরাহ্ন

কেশবপুরে শুভসংঘের উদ্যোগে স্বাধীনতার পতাকা উত্তোলনকারীকে সন্মাননা প্রদান

কেশবপুর প্রতিনিধি / ২০৫
প্রকাশের সময় : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২

যশোরের কেশবপুরে প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ গাজীকে শুক্রবার সকালে শুভসংঘের উদ্যোগে সন্মাননা প্রদান করা হয়েছে। শুভসংঘের সভাপতি খন্দকার শফির সভাপতিত্বে প্রেসক্লাবের হলরুমে ওই মুক্তিযোদ্ধাকে সন্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তী, শুভসংঘের উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল মজিদ, বজলুর রহমান খান, এনামুল হক কাজল, অধ্যক্ষ ফারুকে আজম, জৈষ্ঠ্য সহসভাপতি বাসুদেব সেনগুপ্ত, সাধারণ স¤পাদক প্রবীর সরকার, কালের কণ্ঠের কেশবপুর প্রতিনিধি নূরুল ইসলাম খান।
১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ গাজী প্রথম কেশবপুর থানার পতাকা দন্ডে স্বাধীনতার পতাকা উত্তোলন করেন। তাকে স্মরণ রাখতে শুভসংঘ সম্মাননা স্মারক প্রদান করাসহ শীতের চাদর উপহার দেন। বর্তমান এ বীর মুক্তিযোদ্ধা অসুস্থ হয়ে উপজেলার সাতবাড়িয়া গ্রামের বাড়িতেই থাকেন।
একই অনুষ্ঠানে কেশবপুরের দক্ষ নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধার সন্তান এম এম আরাফাত হোসেনকেও শুভসংঘের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


এই শ্রেণীর আরো সংবাদ