সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০১:৪৬ পূর্বাহ্ন

কেশবপুরে শিশু ও নারী উন্নয়নে ওরিয়েন্টশন কর্মশালা

কেশবপুর প্রতিনিধি / ২৬০
প্রকাশের সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

যশোরের কেশবপুরে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টশন কর্মশালা সোমবার অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা তথ্য অফিসের আযোজনে উপজেলা পরিষদের সভাকক্ষে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। কেশবপুর ৬ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন আলার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। যশোর জেলা সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শার্শা উপজেলার মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনার চিকিৎসা কর্মকর্তা ডাক্তার আবু বকর সিদ্দিকী ও জেলা এনজিও সমন্বয়ের প্রতিনিধি শাহজাহান নান্নু। স্বাগত বক্তব্য দেন, যশোর জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক জাহারুল ইসলাম। কর্মশালায় মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা, সামাজিক নিরাপত্তা, নিরাপদ মাতৃত্ব, শিশুর পানিতে ডুবা প্রতিরোধসহ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের উপর আলোচনা করা হয়।


এই শ্রেণীর আরো সংবাদ