বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৩:১৭ পূর্বাহ্ন

কেশবপুরে মেছো বাঘ উদ্ধার

উৎপল দে, কেশবপুর / ২৯৬
প্রকাশের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১

যশোরের কেশবপুরে উপজেলা বন বিভাগের উদ্যোগে বিরল প্রজাতির একটি মেছো বাঘ বনে অবমুক্ত করা হয়েছে। মুমূর্ষু অবস্থায় মেছো বাঘটিকে উপজেলার সাতবাড়িয়া গ্রাম থেকে উদ্ধার করা হয়।


উপজেলা বনবিভাগ সূত্রে জানা গেছে, ২৮ আগস্ট সাতবাড়িয়া গ্রামবাসি মেছো বাঘটি আটক করে। এ খবর জানতে পেরে ওই দিনই উপজেলা বন বিভাগের লোকজন অসুস্থ্য অবস্থায় বাঘটি উদ্ধার করে নিয়ে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম আরাফাত হোসেনের নির্দেশে উপজেলা প্রাণিসম্পদ অফিসে নিয়ে তার চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়। ২৯ আগস্ট দুপুরে মেছো বাঘটিকে সদর ইউনিয়নের রামচন্দ্রপুর বাগানে অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা গোলাম মোস্তফা, সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা অলোকেশ সরকার, রবিউল ইসলাম, আবু তাহের, হাফিজুর রহমান, সাংবাদিক শামসুর রহমান , শাহীনুর রহমান প্রমুখ।


এই শ্রেণীর আরো সংবাদ