HEADLINE
লিবিয়ায় প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, অভিযোগ করে বিপাকে পরিবার সাতক্ষীরায় প্রায় ৩ কোটি টাকার এলএসডি ও হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক ভোমরা স্থলবন্দর দিয়ে সাড়ে ৩শ’ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে ইছামতি নদীতে জেলের জালে ধরা পড়লো ৩শ কেজির শাপলা মাছ সা’পে কা’মড়ানোর ১৩ দিন পর সাতক্ষীরায় খামার ব্যবসায়ীর মৃ’ত্যু সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বাড়াতে হবে নারীর ভূমিকা সাতক্ষীরায় বিপুল পরিমান জন্মনিয়ন্ত্রণ ঔষধ জব্দ, আটক ২ আব্দুল মোতালেব ছিলেন সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র সুন্দরবনে পর্যটকসহ সকল ধরনের প্রবেশ ৩ মাসের জন্য বন্ধ সাতক্ষীরা পৌর মেয়র চিশতীকে দায়িত্বভার বুঝিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ
বুধবার, ০৭ জুন ২০২৩, ১০:৪৮ অপরাহ্ন

কেশবপুরে মাল্টা চাষে সফল খন্দকার শফি

উৎপল দে, কেশবপুর / ৫৫১
প্রকাশের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১

যশোরের কেশবপুরে মাল্টা চাষে সফল হয়েছে খন্দকার শফি। সাবেক ব্যাংকার খন্দকার শফি। গ্রামের বাড়ি কেশবপুরের ব্রহ্মকাটি গ্রামে। থাকেন ঢাকায়। করোনা শুরুর প্রথম দিকেই চলে আসেন গ্রামে। করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ঢাকায় ফেরেননি। সিদ্ধান্ত নেন মাল্টা চাষ করবেন। ৩ বিঘা জমিতে বারি ওয়ান /পয়সা মাল্টা চাষ শুরু করেন। মাল্টার পিছনে একটা ফুটো পয়সার দাগ আছে বলেই এর নাম বারি ওয়ান পয়সা মাল্টা। তার বাগানে ৫শত মাল্টা গাছ লাগানো আছে।বর্তমানে তার বাগানে লাগানো মাল্টা চাষ বাজারে বিক্রি শুরু হয়েছে। মাল্টা চাষ করে তিনি এখন সফল। গত ১ সপ্তাহে ১৫ মন মাল্টা বিক্রি করেছে। যার থেকে আয় হয়েছে ৬০ হাজার টাকা। প্রতিনিয়ত মাল্টা বিক্রি অব্যাহত রয়েছে।


সরোজমিন গিয়ে দেখা যায় খন্দকার শফি ও ১১ জন কৃষক মাল্টা বাগানের পরিচর্যায় ব্যস্ত রয়েছে। অনেকেই দেখতে এসে তার বাগান থেকে কিনে নিয়ে যাচ্ছেন তাজা ও ভেজালমুক্ত মাল্টা।মাল্টা বাগান দেখতে আসা সৈকত হোসেন বলেন, লোকমুখে খবর পেয়ে বাগান দেখতে এসে সদ্য উঠানো পাকা মাল্টা খেয়ে ভালো লাগায় বাড়ির জন্য ২ কেজি মাল্টা কিনেছি।


মাল্টা চাষী খন্দকার শফি বলেন, ৩ বিঘা জমিতে মাল্টা চাষ করেছি। প্রতিটা গাছেই ফলন ধরেছে। আর মাল্টাগুলো খেতেও সুস্বাদু। ইতিমধ্যে ১৫ মণ বিক্রি শুরু করেছি। আগামীতে বাগান বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।
উপসহকারি কৃষি কর্মকর্তা আব্দুর রশীদ বলেন কৃষক খন্দকার শফি মাল্টা বাগান শুরুতেই পরামর্শ দিই। প্রথম ফলনে ব্যাপক সফলতা পেয়েছেন।


এই শ্রেণীর আরো সংবাদ