মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১০:০২ পূর্বাহ্ন

কেশবপুরে ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন

কেশবপুর প্রতিনিধি / ২২৬
প্রকাশের সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২

যশোরের কেশবপুরে বুধবার বিকালে ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন করা হয়েছে। বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে কেশবপুর শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে ওই বইমেলার উদ্বোধন করা হয়। ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন করেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। আগামী ২ মার্চ পর্যন্ত দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত এ বইমেলা চলবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আছাদুজ্জামান, ভ্রাম্যমাণ বইমেলার ইনচার্জ দেবজ্যোতি মন্ডল, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক স¤পাদক উৎপল দে, ভ্রাম্যমাণ বইমেলার বিক্রয় কর্মকর্তা রাব্বি হোসেন শাওন, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সংগঠক আবুল কাশেম প্রমুখ। ভ্রাম্যমাণ বইমেলায় বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রকাশনাসহ দেশি-বিদেশি সকল প্রখ্যাত প্রকাশনা কর্তৃক প্রকাশিত ১০ হাজারের বেশি বিখ্যাত বই রয়েছে।


এই শ্রেণীর আরো সংবাদ