HEADLINE
লিবিয়ায় প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, অভিযোগ করে বিপাকে পরিবার সাতক্ষীরায় প্রায় ৩ কোটি টাকার এলএসডি ও হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক ভোমরা স্থলবন্দর দিয়ে সাড়ে ৩শ’ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে ইছামতি নদীতে জেলের জালে ধরা পড়লো ৩শ কেজির শাপলা মাছ সা’পে কা’মড়ানোর ১৩ দিন পর সাতক্ষীরায় খামার ব্যবসায়ীর মৃ’ত্যু সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বাড়াতে হবে নারীর ভূমিকা সাতক্ষীরায় বিপুল পরিমান জন্মনিয়ন্ত্রণ ঔষধ জব্দ, আটক ২ আব্দুল মোতালেব ছিলেন সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র সুন্দরবনে পর্যটকসহ সকল ধরনের প্রবেশ ৩ মাসের জন্য বন্ধ সাতক্ষীরা পৌর মেয়র চিশতীকে দায়িত্বভার বুঝিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১১:১৩ অপরাহ্ন

কেশবপুরে ভুয়া মেজর আটক

কেশবপুর প্রতিনিধি / ৩০৯
প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

কেশবপুর থানা পুলিশ মঙ্গলবার সকালে মোয়াজ্জেম কবীর (৩৭) নামের এক ভুয়া মেজরকে উপজেলার বগা মোড় এলাকা থেকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে থানায় প্রতারণা মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে যশোর আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, সাতক্ষীরার কালিগঞ্জ থানার শেখপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে মোয়াজ্জেম কবীর নিজেকে মেজর পরিচয় দিয়ে সেনাবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিলেন। ২০১৯ সালে উপজেলাত বুড়–লি গ্রামের ওদুদ সরদারের ছেলে বিল্লাল হোসেনকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলেও ৩ লাখ টাকা নেন। চাকরি দিতে না পারলে টাকা ফেরত চাইলে তিনি বিভিন্ন টালবাহানা করতে থাকেন। পরে তারা খোঁজ নিয়ে জানতে পারেন, তিনি সেনাবাহিনীর কেউ না। এ বিষয়ে থানায় ওদুদ সরদার সম্প্রতি একটি মামলা করেন। 

এ ব্যাপারে কেশবপুর থানার উপপরিদর্শক অনিমেষ বিশ্বাস বলেন, মোয়াজ্জেম কবীরকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে টাকা আত্মসাতের মামলায় গ্রেফতারকৃত করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় প্রতারণা মামলা হয়েছে। মঙ্গলবার তাকে যশোর আদালতে প্রেরণ করা হয়।


এই শ্রেণীর আরো সংবাদ