কেশবপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান , ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলা, চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, চেয়ারম্যান কাজী মুস্তাফিজুর বসিলাম মুক্ত, এস এম চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমুখ।