HEADLINE
সাতক্ষীরা সীমান্তে অপরাধ দমনে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক ঝাউডাঙ্গা হাইস্কুল জামে মসজিদের ওযুখানা নির্মাণ কাজ উদ্বোধন শ্যামনগরে বিদ্যুৎস্পর্শে কৃষকের মৃত্যু কাশ্মিরি ও থাইআপেল কুল চাষে সফল সাতক্ষীরার মিলন ঝাউডাঙ্গা সড়কে বাস উল্টে ১০জন আহত ঝাউডাঙ্গায় জমকালো আয়োজনে শুরু হচ্ছে পৌষ সংক্রান্তি মেলা কালিগঞ্জে শীতার্ত মানুষের পাশে ”বিন্দু” মাদ্রাসা শিক্ষক শামসুজ্জামানের বিরুদ্ধে ফের ছাত্র বলাৎকারের অভিযোগ স্বামী বিবেকানন্দ দর্শন আমাদের মুক্তির পথ : সাতক্ষীরায় ১৬০তম জন্মবার্ষিকী উৎসবে আলোচকরা আ’লীগ নেতার বাড়িতে ডাকাতি, ১৫ লাখ টাকা ও ৩৪ ভরি স্বর্ণালঙ্কার লুট 
মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩, ১২:১২ অপরাহ্ন

কেশবপুরে প্রায় ৪ বছর পর বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের যোগদান

কেশবপুর প্রতিনিধি / ২২৮
প্রকাশের সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

দীর্ঘ প্রায় ৪ বছর পর যশোরের কেশবপুর উপজেলার বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের যোগদান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে যোগদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর নবাগত প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দাস কে কে ফুলেল শুভেচ্ছা জানান বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি, এলাকার অভিভাবক ও শিক্ষার্থীরা। প্রধান শিক্ষকের যোগদান উপলক্ষ্য দুপুরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে অলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সাগরদাঁড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন। মাস্টার সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য যোগদানকারী প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দাস,ভালুকঘর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব সেনগুপ্ত, বরনডালি মাধ্যমিক বিদ্যালযের প্রধান শিক্ষক দীপঙ্কও দাস, সাগরদাঁড়ি আবু শরাফ কারিগরী মহাবিদ্যালয়ের প্রভাষক কানাইলাল ভট্টাচার্য্য, অবসরপ্রাপ্ত শিক্ষক কনক দে, মনোরঞ্জন দে মনু, শিক্ষক হাফিজুর রহমান, শিক্ষক শ্যাম সুন্দর সরকার, সেকেন্দার আলী প্রমুখ। এ সময় প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দাস বলেন, বিদ্যালয়টির শিক্ষার মান উন্নত ও অবকাঠামো উন্নয়নের জন্য সকলের সহযোগীতা কামনা করেন।


এই শ্রেণীর আরো সংবাদ