যশোরের কেশবপুরে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই জন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর শহরের মেসার্স অগ্রণী এন্টারপ্রাইজের মালিক উত্তম সাহা ও নাহার এন্টারপ্রাইজের মালিক ফিরোজ সরদারের ব্যবসা প্রতিষ্ঠানে থাকা বিভিন্ন পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন বলেন, ভ্রাম্যমাণ আদালতে ওই দুই ব্যবসায়ীকে পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।