HEADLINE
ক্যান্সারে আক্রান্ত জাহানারা বাঁচতে চায় সাতক্ষীরায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত কারাগারে পড়াশোনায় ভালো করার জন্য ৫টি কার্যকরী গাইড লাইন দেশকে অন্ধকারে ঠেলে দিতে না চাইলে আবারও নৌকায় ভোট দিন : সাতক্ষীরায় জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় ঝাউডাঙ্গা সমাজ কল্যাণ ফাউন্ডেশনকে সম্মাননা ক্রেস্ট প্রদান শিশুর প্রথম এক বছর: শিক্ষার ভিত্তি স্থাপন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি বাজার মনিটরিং ব্যবস্থা জরুরি সাতক্ষীরায় তরুণদের অংশগ্রহনে ৪ দিনব্যাপী ইয়ুথ ইনোভেশন ল্যাব বুধহাটায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে বেত্রাঘাতের অভিযোগ সাতক্ষীরা সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি হলেন জাহিদ হোসেন
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১২ অপরাহ্ন

কেশবপুরে ধান রক্ষায় শিকারি বিড়াল দিয়ে ইঁদুর ধরা হচ্ছে

উৎপল দে, কেশবপুর / ৩৯০
প্রকাশের সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

যশোরের কেশবপুরের কৃষকেরা আমন ধান ক্ষেতে ইঁদুরের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছেন । ইঁদুর নিধনে জিংক পাউডার, গ্যাস ট্যাবলেটসহ বিভিন্ন বিষ টোপ ব্যবহার করেও কোনো লাভ হচ্ছে না। ঠেকানো যাচ্ছে না ইঁদুরের উৎপাত। এর ফলে প্রায় ৭ থেকে ৯ ভাগ আমন ধান নষ্ট হয়ে যাচ্ছে। তাই ধান রক্ষায় কৃষক এখন শিকারি বিড়াল দিয়ে ইঁদুর ধরা শুরু করেছে।

সরেজমিনে উপজেলার মজিদপুর, আটন্ডা, দেউলি, সাতবাড়িয়া, ভালুকঘর, বারুইহাটি, শিকারপুরসহ বিভিন্ন গ্রামে গিয়ে দেখা গেছে, মাঠের পর মাঠ জুড়ে সবুজ ধান ক্ষেতে ইঁদুরের উৎপাত। ক্ষেতের জমিতে পানি না থাকার কারণে উৎপাত শুরু করেছে ইঁদুরের দল। ইঁদুর বেড়ে ওঠা ধান গাছ কেটে টুকরো টুকরো করে ফেলছে । ওই সব জমিতে ধান গাছ হলুদ বর্ণ ধারণ করে মরে যাচ্ছে।


এলাকার কৃষকরা জানান, ইঁদুর নিধনে জিংক পাউডার, গ্যাস ট্যাবলেটসহ বিভিন্ন বিষ টোপ ব্যবহার করে কোনো লাভ হচ্ছে না। এ বছরও আমন ধান ক্ষেতে ইঁদুরের উৎপাত শুরু হলে কৃষকেরা উপজেলা কৃষি অফিস ও স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শে বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করেন। কিন্তু তাতেও আশানুরুপ সফলতা না পেয়ে ইঁদুর নিধনে মাটি পড়া থেকে শুরু করে অধিকাংশ কৃষক নিজের মত করে বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করছেন।

উপজেলার মজিদপুর গ্রামের কৃষক আব্দুল হালিম বলেন, ধান কেটে মাটিতে পাতানোর পর ইঁদুরের উৎপাত ঠেকাতে তিনি নিজের পোষা শিকারী বিড়াল ধান ক্ষেতে রেখে আসেন। বিড়াল ইঁদুরও ধরছে। তারপরও ইঁদুরের উৎপাত কমছে না। সাতবাড়িয়া গ্রামের কৃষক আবুল হোসেন জানান, তিনি বিষটোপ ব্যবহার করে দুই রাতে ১৫টি ইঁদুর মেরেছেন। প্রতিটি ইঁদুরের ওজন ২৫০ গ্রাম থেকে প্রায় আধা কেজি। দেউলি গ্রামের কৃষক মিজানুর রহমান জানান, তিনি উপ-সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শ মতে সব পদ্ধতি ব্যবহার করে কাজ না হওয়ায় আবু নছর নামে একজন গুনীন ডেকে এনে মন্তর দিয়ে পড়া মাটি ধান খেতে ছিটিয়ে নিয়েছেন।


এই শ্রেণীর আরো সংবাদ