HEADLINE
রপ্তানি বন্ধের ঘোষণায় একদিনেই সাতক্ষীরায় পেঁয়াজের দাম দ্বিগুন সাতক্ষীরায় ফের একই পরিবারের ৪ জনকে অজ্ঞান করে সর্বস্ব লুট আসুন সবাই মিলে বাংলাদেশের রাজনীতিতে সহিংসতা দূর করি সাতক্ষীরায় ১৫টি যানবাহন ও ৬টি মুদি দোকানে জরিমানা সরসকাটি দাখিল মাদ্রাসায় পাতানো নিয়োগ বোর্ড সম্পন্ন দক্ষিণ ফিংড়িতে “শিশু যৌন নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে তারুণ্য” শীর্ষক পথনাটক সরসকাটি দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ অস্থিতিশীলতার দিকে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ যুবলীগের অঙ্গীকার আসাদুজ্জামান বাবু এমপি হলে সকল মানুষ পাবে উপকার সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই ভারতীয় নাগরিক নিহত, আহত ১
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৭ অপরাহ্ন

কেশবপুরে জমি সংক্রান্ত বিরোধে আহত ৪

কেশবপুর প্রতিনিধি / ২৯২
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মে, ২০২২


যশোরের কেশবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মারপিটে ৪ জন আহত হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ফারুক সরদার (৩২) নামে এক ব্যক্তি বাদি হয়ে মঙ্গলবার ৬ জনের নামে থানায় লিখিত অভিযোগ করেছেন।


অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার প্রতাপপুর গ্রামের ফারুক সরদারের সাথে প্রতিবেশী এরফান সরদারের জমি সংক্রান্ত বিরোধ চলছে। সোমবার সকালে এর জের ধরে ফারুক সরদার বাড়িতে না থাকায় ওই ব্যক্তি লোকজন নিয়ে তার বাড়ির উঠানে গিয়ে চাচাতো ভাই ওসমান সরদারকে (৪০) অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় প্রতিবাদ করলে তারা বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে তার ভাইকে মারপিট করতে থাকে। মারপিট ঠেকাতে গেলে ফারুক সরদারের স্ত্রী মঞ্জুয়ারা বেগম (২৬), চাচি নবিজান বেগম (৬০) ও ভাবি ভাবি ফতেমা বেগমকে (২৫) মারপিট করে আহত করে। প্রতিবেশীরা তাদের ডাকচিৎকারে এগিয়ে এসে মারপিট ঠেকায়ে আহতদেরকে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় থানায় এরফান সরদার (৪৫), কালাম সরদার (৪০), রাজু হোসেন (২০), শিহাব হোসেন (২১), সালেহা বেগম (৪০) ও বিলকিছ খাতুনের (৪২) নামে লিখিত অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা কেশবপুর থানার উপপরিদর্শক মিজানুর রহমান বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এই শ্রেণীর আরো সংবাদ