HEADLINE
ইছামতি নদীতে জেলের জালে ধরা পড়লো ৩শ কেজির শাপলা মাছ সা’পে কা’মড়ানোর ১৩ দিন পর সাতক্ষীরায় খামার ব্যবসায়ীর মৃ’ত্যু সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বাড়াতে হবে নারীর ভূমিকা সাতক্ষীরায় বিপুল পরিমান জন্মনিয়ন্ত্রণ ঔষধ জব্দ, আটক ২ আব্দুল মোতালেব ছিলেন সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র সুন্দরবনে পর্যটকসহ সকল ধরনের প্রবেশ ৩ মাসের জন্য বন্ধ সাতক্ষীরা পৌর মেয়র চিশতীকে দায়িত্বভার বুঝিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ মায়ের অনুপ্রেরণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন সাতক্ষীরার মাসুদ রানা সাতক্ষীরার ১০ লক্ষ মানুষ মাছ চাষের উপর নিরর্ভরশীল প্রধানমন্ত্রীর প্রাননাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ সমাবেশ
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০২:৫৭ পূর্বাহ্ন

কেশবপুরে গ্রাহকের লাখ লাখ টাকা নিয়ে উধাও এক এনজিও

উৎপল দে, কেশবপুর / ৪৬৯
প্রকাশের সময় : সোমবার, ২৭ জুন, ২০২২


যশোরের কেশবপুরে জিকেএসএস নামে একটি এনজিওর কর্মকর্তারা ঋণ দেওয়ার নামে গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে গেছে। ঘটনা উল্লেখ করে সোমবার বিকেলে ভুক্তভোগী গ্রাহকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, কেশবপুরের মধ্যকুল এলাকায় বাসা ভাড়া নিয়ে গণকল্যাণ স্বাবলম্বী সংস্থা (জিকেএসএস) নামে একটি এনজিও কার্যক্রম চালিয়ে আসছিল। এনজিওর কর্মকর্তারা বিভিন্ন মানুষকে সমিতিভুক্ত করার মাধ্যমে সঞ্চয় হিসেবে ১০ হাজার ৭০০ টাকা থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত সঞ্চয় জমা নেন। গত ২৫ জুন তারা উপজেলার বিভিন্ন এলাকা থেকে সঞ্চয় গ্রহণ করেন। গ্রাহকদের জানানো হয় ২৬ জুন তাদের ১ লাখ টাকা করে ঋণ দেওয়া হবে। ওইদিন সঞ্চয়ী জমাকৃত গৃহকরা ঋণ নিতে এসে দেখেন সমিতির ঘর তালাবদ্ধ করে কর্মকর্তারা পালিয়ে গেছেন। গ্রাহকরা জানান, ৬০০ থেকে ৭০০ গ্রাহকের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে ওই কর্মকর্তারা পলাতক রয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, উপজেলার বিভিন্ন এলাকার মানুষ অভিযোগ নিয়ে অফিসে আসলে তাদেরকে থানায় মামলা করার কথা বলা হয়েছে।


এই শ্রেণীর আরো সংবাদ