HEADLINE
সাতক্ষীরায় ১৫টি যানবাহন ও ৬টি মুদি দোকানে জরিমানা সরসকাটি দাখিল মাদ্রাসায় পাতানো নিয়োগ বোর্ড সম্পন্ন দক্ষিণ ফিংড়িতে “শিশু যৌন নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে তারুণ্য” শীর্ষক পথনাটক সরসকাটি দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ অস্থিতিশীলতার দিকে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ যুবলীগের অঙ্গীকার আসাদুজ্জামান বাবু এমপি হলে সকল মানুষ পাবে উপকার সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই ভারতীয় নাগরিক নিহত, আহত ১ সাতক্ষীরায় গলায় ফাঁ’স দিয়ে পুলিশ কর্মকর্তার আত্মহ’ত্যা কলারোয়ায় শিশুকে বাঁচাতে গিয়ে ইট ভাঙা গাড়ি উল্টে চালকের মৃ’ত্যু বাবুলিয়ায় বি.বি ইটভাটা ধ্বংস, এস.বি.এল ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:২৩ পূর্বাহ্ন

কেশবপুরে গ্রাহকের লাখ লাখ টাকা নিয়ে উধাও এক এনজিও

উৎপল দে, কেশবপুর / ৫২৬
প্রকাশের সময় : সোমবার, ২৭ জুন, ২০২২


যশোরের কেশবপুরে জিকেএসএস নামে একটি এনজিওর কর্মকর্তারা ঋণ দেওয়ার নামে গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে গেছে। ঘটনা উল্লেখ করে সোমবার বিকেলে ভুক্তভোগী গ্রাহকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, কেশবপুরের মধ্যকুল এলাকায় বাসা ভাড়া নিয়ে গণকল্যাণ স্বাবলম্বী সংস্থা (জিকেএসএস) নামে একটি এনজিও কার্যক্রম চালিয়ে আসছিল। এনজিওর কর্মকর্তারা বিভিন্ন মানুষকে সমিতিভুক্ত করার মাধ্যমে সঞ্চয় হিসেবে ১০ হাজার ৭০০ টাকা থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত সঞ্চয় জমা নেন। গত ২৫ জুন তারা উপজেলার বিভিন্ন এলাকা থেকে সঞ্চয় গ্রহণ করেন। গ্রাহকদের জানানো হয় ২৬ জুন তাদের ১ লাখ টাকা করে ঋণ দেওয়া হবে। ওইদিন সঞ্চয়ী জমাকৃত গৃহকরা ঋণ নিতে এসে দেখেন সমিতির ঘর তালাবদ্ধ করে কর্মকর্তারা পালিয়ে গেছেন। গ্রাহকরা জানান, ৬০০ থেকে ৭০০ গ্রাহকের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে ওই কর্মকর্তারা পলাতক রয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, উপজেলার বিভিন্ন এলাকার মানুষ অভিযোগ নিয়ে অফিসে আসলে তাদেরকে থানায় মামলা করার কথা বলা হয়েছে।


এই শ্রেণীর আরো সংবাদ