উৎপল দে, স্টাফ রির্পোটারঃ যশোরের কেশবপুরে মঙ্গলবার দুপুরে ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দিনের নির্দেশে উপ-পরিদর্শক ফজলে রাব্বী সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বরণডালী এসএস জি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অবস্থান করছিলেন। এ সময় ইঞ্জিন চালিত করিমন তল্লাশী করে ২ কেজি গাঁজা উদ্ধারসহ শার্শা উপজেলার বালুন্ডা গ্রামের ইমরানের ছেলে ইমদাদুল (৩০) ও খুলনা জেলার তেরখাদা উপজেলার ইখড়ি গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে কালু মোল্লাকে (৫০) আটক করা হয়।
এ ব্যাপারে কেশবপুর থানার উপ-পরিদর্শক ফজলে রাব্বী বলেন, ২ কেজি গাঁজা ও ১টি করিমনসহ আটককৃত দু’জন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।