কেশবপুর উপজেলায় কর্মরত কর্মকর্তা ও সুধীজনের সাথে খুলনা বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শনিবার দুপুরে কেশবপুরের সার্বিক বিষয় নিয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা বিভাগীয় কমিশনার এনডিসি ইসমাইল হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ ওহিদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এটিএম বদরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান প্রমুখ।
খুলনা বিভাগীয় কমিশনার এনডিসি ইসমাইল হোসেন বিকেলে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভ‚মি সাগরদাঁড়ির মধুপল্লী পরিদর্শনসহ কেশবপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।