HEADLINE
কবিতা: উন্নয়নের শপিংমল বাংলাদেশি কমিউনিটি ইন সাইপ্রাসের নতুন কমিটি ঘোষণা পাঁচ টাকা নিয়ে কথা কাটাকাটি, ভ্যান চালকের ঘুষিতে যাত্রীর মৃত্যু ভোমরা বন্দরে পেঁয়াজ মজুদ রাখায় ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীকে জরিমানা সাতক্ষীরা কারাগারে আসামির মৃত্যু! ঝাউডাঙ্গায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে ধাক্কা, বাসের ১০ যাত্রী আহত কলারোয়া ফুটবল মাঠে আনন্দ মেলার নামে চলছে অবৈধ লটারির রমরমা বাণিজ্য! কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত সাতক্ষীরার নলতা শরীফে ৫৯ তম বার্ষিক ওরছ শুরু ৯ ফেব্রুয়ারি জনগণের ক্ষতি করে কোনো কাজ করা যাবে না- ঝাউডাঙ্গায় বেত্রবতী নদী খনন কাজ পরিদর্শনে এমপি রবি
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০২:৩৯ অপরাহ্ন

কেশবপুরে করোনায় ৭দিনে ৭ জনের মৃত্যু এবং ৭০ জন আক্রান্ত

উৎপল দে, কেশবপুর / ৪৪৬
প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১

যশোরের কেশবপুরে মহামারী করোনায় গত সাত দিনে নতুন করে ৭০ জন করোনায় আক্রান্ত এবং ৭ জনের মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে সূত্রে জানা গেছে ১৪ জুলাই বুধবার পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ২০ জন । এর মধ্যে ১৭ জনই গ্রাম ও ৩ জন শহরে বসবাস করে।

এর মধ্যে নারী ৭জন ও পুরুষ ১৩ জন। এরমধ্যে জুন হতে জুলাই ১৪ পর্যন্ত দেড় মাসে মৃত্যুবরণ করেছেন ১৬ জন। গত বছরে ৪ জন। করোনায় মৃত্যুবরণকারীরা হলেন কালিয়াারাই গ্রামের নুরুল ইসলাম ,মজিদপুর গ্রামের জাহিদা বেগম,শহরের সাহাপাড়ার রামদুলাল সাহা ,আলতাপোল গ্রামের আলী হাসান, কলাগাছী গ্রামের আলমগীর কবীর, বাগদাহ গ্রামের মিজানুর রহমান, কন্দপপুর গ্রামের ফাজিলা,ত্রিমোহিনী গ্রামের আলেয়া ,গোপসেনা গ্রামের আজিজ মোড়ল, ত্রিমোহিনী গ্রামের মশিযার রহমান, সন্যানগাছা গ্রামের সিরাজ উদ্দীন, কন্দপপুর গ্রামের আব্দুল মালেক সরদার, মূলগ্রামের সুধীর শীল, গোপসেনার সরস্বতী, সাহাপাড়ার শান্তনা বিশ্বাস, বেলকাঠির রোজিনা, আওলগাতির মসিরন বেগম, পাত্রপাড়ার আবু হোসাইন সরকার,ব্রক্ষকাঠির আনছার আলী এবং নতুন মূলগ্রামের মাহমুদ উদ্দীন।

এ ছাড়াও চলতি মাসে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৫ জন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন বলেন ১৪ জুলাই পর্যন্ত করোনায় কেশবপুরে মোট ২০ জন মৃত্যুবরণ করেছে। গ্রাম পর্যায়ে মানুষের সাধানত একটু কাশি জ্বর হলেই পল্লী চিকিৎসকের কাছে যান । তাদের কে ৩ দিন পর্যাবেক্ষন করবে তা না হলে রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে পাঠানোর জন্য বলা হয়েছে।


এই শ্রেণীর আরো সংবাদ