বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৩:৫২ পূর্বাহ্ন

কেশবপুরে আওয়ামী লীগ নেতার মৃত্যু

কেশবপুর প্রতিনিধি / ২৮৪
প্রকাশের সময় : বুধবার, ১০ আগস্ট, ২০২২

কেশবপুরের হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক শেখ উবায়দুর রহমান ওহাব মৃত্যুবরণ করেছেন।  

বুধবার সকালে উপজেলার আওয়ালগাতী গ্রামের নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৫২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এদিন বিকেলে উপজেলার আওয়ালগাতী গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
আওয়ামী লীগ নেতা শেখ উবায়দুর রহমান ওহাবের মৃত্যুতে

গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রহুল আমিন, সহ সভাপতি এইচ এম আমির হোসেন,  তপন ঘোষ মন্টু, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা সহ 

উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। # 


এই শ্রেণীর আরো সংবাদ