কেশবপুর উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) ইরুফা সুলতানার পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা বুধবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার( ভ‚মি) ইরুফা সুলতানা দীর্ঘ ১বছর ৬মাস কেশবপুরে কর্মরত ছিলেন। সদ্য পদোন্নতি পেয়ে খুলনা বিভাগীয় কমিশনার এর কার্যালয়ে নিযুক্ত হবেন বলে জানা গেছে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হল রুমে অফিসার্স ক্লাব ও নির্বাহী অফিসারের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনএর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ইরুফা সুলতানা,উপজেলা কৃষি অফিসার ঝতু রাজ সরকার, মৎস্য অফিসার সজিব সাহা,যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, শিশু বিষয়ত কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।