HEADLINE
সাতক্ষীরায় অভিনব কায়দায় মাদক পাচার, আটক ২ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতা চাঁদের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে মামলা ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আড়াই কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ৪ তলা ভবন উদ্বোধন বর্তমান বিশ্বে মানবধিকার বিপর্যয়ের মুখে প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি-অনিয়ম হলে কঠোর ব্যবস্তaবিভাগীয় কমিশনার খুলনা সাতক্ষীরায় ১১টি ভারতীয় ইয়ারগানসহ ১ চোরাকারবারি আটক সাতক্ষীরায় ছাত্রীকে যৌন হয়রানির দায়ে শিক্ষক আটক চোরাচালানের স্বর্গরাজ্য এখন সাতক্ষীরা সীমান্তের রেউই এলাকা! ভূমি সেবা সপ্তাহে দু’দিনেই নিষ্পত্তি হবে ই-নামজারি কেস সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরিক্ষার্থী দুই বন্ধুর মৃ*ত্যু
রবিবার, ২৮ মে ২০২৩, ০৮:০৩ অপরাহ্ন

কালিগঞ্জ সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক নিহত

টুডে ডেস্ক / ৪৪৮
প্রকাশের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে আব্দুর রাজ্জাক (১৯) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত যুবক কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর গ্রামের রমজান আলী গাজীর ছেলে। সোমবার (১২ জুলাই) গভীর রাতে খাঁরহাট সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নিহতের চাচা সবুজ (৩৮) জানান, রবিবার দিবাগত রাতে আব্দুর রাজ্জাক বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে সে আর বাড়িতে ফেরেনি। রবিবার দিবাগত রাত ২ টার দিকে ৪ রাউ- গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। পরবর্তীতে বিএসএফ’র গুলিতে এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি জানতে পারেন তারা।
ভারতের হিঙ্গলগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা মৃতদেহ নিয়ে গেছে বলে বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছেন বলে দাবি করেন সবুজ।

ভাড়াশিমলা ইউপি’র ৪নং ওয়ার্ডের সদস্য আব্দুল খালেক জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে ভারতের হিঙ্গলগঞ্জ সংলগ্ন ঘোষপাড়া এলাকায় বিএসএফ’র গুলিতে আব্দুর রাজ্জাকের নিহত হওয়ার বিষয়টি জানা যায়। পরিবারের সদস্যদের নিয়ে ১৭ বিজিবি ব্যাটালিয়নের বসন্তপুর ক্যাম্পে মরদেহ ফেরত পাওয়ার জন্য যোগাযোগ করা হয়েছে বলে জানান তিনি।

বসন্তপুর ক্যাম্পের ইনচার্জ হাবিলদার খলিল জানান, পরিবারের সদস্যদের লিখিত আবেদনের মাধ্যমে বিএসএফ’র গুলিতে আব্দুর রাজ্জাক নামে এক যুবকের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। এব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য হিঙ্গলগঞ্জ ক্যাম্পে বিএসএফ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।


এই শ্রেণীর আরো সংবাদ