HEADLINE
সাতক্ষীরায় অভিনব কায়দায় মাদক পাচার, আটক ২ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতা চাঁদের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে মামলা ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আড়াই কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ৪ তলা ভবন উদ্বোধন বর্তমান বিশ্বে মানবধিকার বিপর্যয়ের মুখে প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি-অনিয়ম হলে কঠোর ব্যবস্তaবিভাগীয় কমিশনার খুলনা সাতক্ষীরায় ১১টি ভারতীয় ইয়ারগানসহ ১ চোরাকারবারি আটক সাতক্ষীরায় ছাত্রীকে যৌন হয়রানির দায়ে শিক্ষক আটক চোরাচালানের স্বর্গরাজ্য এখন সাতক্ষীরা সীমান্তের রেউই এলাকা! ভূমি সেবা সপ্তাহে দু’দিনেই নিষ্পত্তি হবে ই-নামজারি কেস সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরিক্ষার্থী দুই বন্ধুর মৃ*ত্যু
রবিবার, ২৮ মে ২০২৩, ০৬:২৫ পূর্বাহ্ন

কালিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নেই কোন কাজের তৎপরতা : ভোগান্তিতে গ্রামবাসি

শ্যমনগর প্রতিনিধি / ৪৫৩
প্রকাশের সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

কালিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন এর  নৈকাঠী গ্রামের  বেরিবাঁধ  সংস্কার ও ভাঙ্গন ঠেকাতে জিও বস্তায় বালু ভরে ডাম্পিং করবে বলে নদী থেকে বালু উত্তোলন করে জিও বস্তায় ভরে রেখেছে ঠিকাদার। 

কালিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিতে দীর্ঘ দেড় মাসেরও বেশি বেরিবাঁধের উপরে জিও বস্তায় বালু ভরে রাখার কারনে সাধারণ মানুষ চলাচলের ভোগান্তি পাচ্ছে, সরেজমিনে যেয়ে দেখা যায় নৈকাটির সীমান্ত নদী থেকে বালু উত্তোলন করে বেরিবাঁধের উপর রেখে কিছু জিও বস্তায় ভরে বেরিবাঁধের উপর সাজিয়ে রেখে দিয়েছে। নৈকাঠী গ্রামের সাধারণ মানুষের কাছে জানতে চাইলে  বলেন দেড় মাসেরও অধিক হয়ে যাচ্ছে, এই রাস্তার কাজ। পানি উন্নয়ন বোর্ড বালু উত্তোলন করে রাস্তার উপরে রাখ ছিলো তখন আমরা এসও সাহেবকে বলেছিলাম আমাদের  চলাচলের খুবই অসুবিধা হচ্ছে তখন এসও সাহেব বলে ছিলো দু চার দিনের মধ্যে  কাজ শুরু হবে আপনাদের কোন চলাচলের অসুবিধা হবে না। কিন্তু বেড়ীবাঁধের কাজ না করায় প্রতি রাএে বালু ফেলে দিয়ে অসাধু ব্যাক্তিরা বস্তা নিয়ে যাচ্ছে দেড় মাসেরও অধিক সময় বালু ভরে বস্তা ফেলানো কিন্তু   সিডিউল অনুযায়ী বস্তা ছিল তার থেকে তো প্রতিরাতে চুরি হয়ে যাচ্ছে তাহলে কে নিবে এই দায়ভর পানি উন্নয়ন বোর্ড না ঠিকাদার। না বস্তা কম দিয়ে ভাঙ্গন রয়বয় মিল করে পানি উন্নয়ন বোর্ডের এসও সাহেবকে ম্যানেজ করে বেড়ীবাঁধের কাজ হ্যান্ডওভার করে দিয়ে যাবে। 


এ বিষয়ে ঠিকাদারের ম্যানেজার গোপাল বাবুর সাথে কথা হলে তিনি বলেন পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিতে আমরাও বিপদে আছি সিডিউল অনুযায়ী কাজের শেষ সময় চলে এসেছে কালিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের এসও তন্ময় হাওলাদারকে আমি বারবার বলছি সে আমাকে বলছে টিম না আসা পর্যন্ত বস্তা গণনা করা সম্ভব হবে না। আপনি এসও তন্ময় হাওলাদারের কাছে জানতে পারেন।

   
এবিষয়ে কালিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের এসও তন্ময় হাওলাদার সাথে কথা হলে  তিনি বলেন এখন বর্ষাকাল ভাঙ্গন কুলে পানি বেশি থাকে যার কারনে বস্তা ফেলতে একটু দেরী হচ্ছে পানি বেশি থাকার অবস্থায় বস্তা ভাঙ্গনে দিলে শুরে যেতে পারে। আর ঢাকা থেকে টিম এসে বস্তা গণনা করবে তার পরে বেড়ীবাঁধের কাজ শুরু হবে টিম না আসলে আমার কিছু করার নেই।


এই শ্রেণীর আরো সংবাদ