HEADLINE
রপ্তানি বন্ধের ঘোষণায় একদিনেই সাতক্ষীরায় পেঁয়াজের দাম দ্বিগুন সাতক্ষীরায় ফের একই পরিবারের ৪ জনকে অজ্ঞান করে সর্বস্ব লুট আসুন সবাই মিলে বাংলাদেশের রাজনীতিতে সহিংসতা দূর করি সাতক্ষীরায় ১৫টি যানবাহন ও ৬টি মুদি দোকানে জরিমানা সরসকাটি দাখিল মাদ্রাসায় পাতানো নিয়োগ বোর্ড সম্পন্ন দক্ষিণ ফিংড়িতে “শিশু যৌন নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে তারুণ্য” শীর্ষক পথনাটক সরসকাটি দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ অস্থিতিশীলতার দিকে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ যুবলীগের অঙ্গীকার আসাদুজ্জামান বাবু এমপি হলে সকল মানুষ পাবে উপকার সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই ভারতীয় নাগরিক নিহত, আহত ১
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৩ অপরাহ্ন

কালিগঞ্জে ইছামতীর চর থেকে অবৈধভাবে বালু উত্তোলন, হুমকির মুখে পরিবেশ

ফারুক রহমান, সাতক্ষীরা / ৩০১
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার চক গোবিন্দপুর কাকশিয়ালী নদী ও সীমান্ত নদী ইছামতীচর এবং 

সুইলপুর বালু মহল দখল করে অবৈধভাবে বালি উত্তোলন করছে এলাকার একটিও প্রভাবশালী মহল।

সরেজমিনে জানা যায়, এসব চর ও বালু মহল থেকে সরকার আগে প্রায় কোটি টাকা রাজস্ব আদায় করত। বর্তমানে এসব এলাকা ঝুঁকিপূর্ণ হওয়ায় সরকার আর ইজরা দেওয়া হয়নি। তারপরও প্রভাবশালীরা প্রতিনিয়ত ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে। ওই চরের উপর দিয়ে কোন ট্রলার বা নৌকা যেতে দেয়া হয় না এমন অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যক্তি বলেন, ‘এভাবে বালু উত্তোলন করলে নদীর বাঁধ ভেঙে পাশ্ববর্তী গ্রাম তলিয়ে যাবে। আমরা ইউপি চেয়ারম্যানের সঙ্গে বারবার বলেও কোন লাভ হয়নি। চেয়ারম্যান নিজেই অবৈধ বালু উত্তোলনের সিন্ডিকেটের সাথে যুক্ত। ফলে ওই বেড়িবাধ হুমকির মুখে পড়ছে। এভাবে বালু কাটতে থাকলে প্রাকৃতিক দূর্যোগে বাঁধ ভেঙে তীরে বসবাসকারি কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, ভাড়াশিমলার চেয়ারম্যান নাজমুল হোসেন, কালিগঞ্জের বসন্তপুর গ্রামের রহিম গাজীর ছেলে কুদ্দুস, একই গ্রামের মৃত নওয়াব আলী’র ছেলে আতিয়ার, ভাড়াশিমলা এলাকার অমর কান্তি সিংয়ের ছেলে অসিম ও একই এলাকার মৃত মোহাম্মদ আলী’র ছেলে আরাফাত রহমান বাবু দীর্ঘদিন বালু উত্তোলন করে বিক্রি করছে।

অভিযোগের বিষয়ে কথা বলতে ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হোসেনের মোবাইল ফোনে একাধিকবার রিং দিলেও তিনি ফোন রিসিভ করেননি।


এই শ্রেণীর আরো সংবাদ