HEADLINE
সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হাম’লায় কিশোরের মৃ’ত্যু লিবিয়ায় প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, অভিযোগ করে বিপাকে পরিবার সাতক্ষীরায় প্রায় ৩ কোটি টাকার এলএসডি ও হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক ভোমরা স্থলবন্দর দিয়ে সাড়ে ৩শ’ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে ইছামতি নদীতে জেলের জালে ধরা পড়লো ৩শ কেজির শাপলা মাছ সা’পে কা’মড়ানোর ১৩ দিন পর সাতক্ষীরায় খামার ব্যবসায়ীর মৃ’ত্যু সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বাড়াতে হবে নারীর ভূমিকা সাতক্ষীরায় বিপুল পরিমান জন্মনিয়ন্ত্রণ ঔষধ জব্দ, আটক ২ আব্দুল মোতালেব ছিলেন সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র সুন্দরবনে পর্যটকসহ সকল ধরনের প্রবেশ ৩ মাসের জন্য বন্ধ
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৫:১১ অপরাহ্ন

কালিগঞ্জে ইছামতীর চর থেকে অবৈধভাবে বালু উত্তোলন, হুমকির মুখে পরিবেশ

ফারুক রহমান, সাতক্ষীরা / ২৩৫
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার চক গোবিন্দপুর কাকশিয়ালী নদী ও সীমান্ত নদী ইছামতীচর এবং 

সুইলপুর বালু মহল দখল করে অবৈধভাবে বালি উত্তোলন করছে এলাকার একটিও প্রভাবশালী মহল।

সরেজমিনে জানা যায়, এসব চর ও বালু মহল থেকে সরকার আগে প্রায় কোটি টাকা রাজস্ব আদায় করত। বর্তমানে এসব এলাকা ঝুঁকিপূর্ণ হওয়ায় সরকার আর ইজরা দেওয়া হয়নি। তারপরও প্রভাবশালীরা প্রতিনিয়ত ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে। ওই চরের উপর দিয়ে কোন ট্রলার বা নৌকা যেতে দেয়া হয় না এমন অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যক্তি বলেন, ‘এভাবে বালু উত্তোলন করলে নদীর বাঁধ ভেঙে পাশ্ববর্তী গ্রাম তলিয়ে যাবে। আমরা ইউপি চেয়ারম্যানের সঙ্গে বারবার বলেও কোন লাভ হয়নি। চেয়ারম্যান নিজেই অবৈধ বালু উত্তোলনের সিন্ডিকেটের সাথে যুক্ত। ফলে ওই বেড়িবাধ হুমকির মুখে পড়ছে। এভাবে বালু কাটতে থাকলে প্রাকৃতিক দূর্যোগে বাঁধ ভেঙে তীরে বসবাসকারি কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, ভাড়াশিমলার চেয়ারম্যান নাজমুল হোসেন, কালিগঞ্জের বসন্তপুর গ্রামের রহিম গাজীর ছেলে কুদ্দুস, একই গ্রামের মৃত নওয়াব আলী’র ছেলে আতিয়ার, ভাড়াশিমলা এলাকার অমর কান্তি সিংয়ের ছেলে অসিম ও একই এলাকার মৃত মোহাম্মদ আলী’র ছেলে আরাফাত রহমান বাবু দীর্ঘদিন বালু উত্তোলন করে বিক্রি করছে।

অভিযোগের বিষয়ে কথা বলতে ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হোসেনের মোবাইল ফোনে একাধিকবার রিং দিলেও তিনি ফোন রিসিভ করেননি।


এই শ্রেণীর আরো সংবাদ