HEADLINE
অস্থিতিশীলতার দিকে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ যুবলীগের অঙ্গীকার আসাদুজ্জামান বাবু এমপি হলে সকল মানুষ পাবে উপকার সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই ভারতীয় নাগরিক নিহত, আহত ১ সাতক্ষীরায় গলায় ফাঁ’স দিয়ে পুলিশ কর্মকর্তার আত্মহ’ত্যা কলারোয়ায় শিশুকে বাঁচাতে গিয়ে ইট ভাঙা গাড়ি উল্টে চালকের মৃ’ত্যু বাবুলিয়ায় বি.বি ইটভাটা ধ্বংস, এস.বি.এল ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা কাদাকাটি ইউনিয়ন ভূমি অফিসের ভূমি কর্মকর্তা ৮ মাস অনুপস্থিত সাতক্ষীরা-৪ আসনে নৌকার মনোনয়ন সংগ্রহ করেছেন যুবলীগের কেন্দ্রীয় নেতা বাবলুর রহমান সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মা-ছেলে আহত দেবহাটা নির্বাচন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসক
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৮:৩৫ অপরাহ্ন

কলারোয়ায় হাজার বিঘা ফসলী জমি পানির নিচে থাকায় বিপাকে কৃষকরা

নিজস্ব প্রতিবেদক / ৩৭৩
প্রকাশের সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২

সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নে পানি নিষ্কাশনের অভাবে ওই এলাকার এক হাজার বিঘার বেশি ফসলী জমি পানির নিচে পতিত আছে। দীর্ঘদিন ধরে লাঙ্গলঝাড়া, রুদ্রপুর, মাহমুদপুর ও গোয়ালচাতর এলাকার মানুষ ওই জমিতে ফসলাদি চাষ করা থেকে বঞ্চিত হচ্ছে। এ সমস্যা থেকে উত্তোলন হওয়ার জন্য লাঙ্গলঝাড়া গ্রামের ১৪২ জন কৃষক সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ওই এলাকার কৃষক সাদেক বাচ্চু, হুকুম বারী, ইনসাফ মালেক হুকুম, মান্নান, কামাল, হান্নান, শারাফত আলী, লাল বারী, খোকন ইমরান, কাশেম, আজিবর, আনোয়ার, মনিরুল ইসলাম, সিরাজুলসহ অনেকে বলেন, সদর উপজেলাধীন গোবিন্দকাটি গ্রামের বিলান জমিতে গ্রামের বসবাসরত সুবিধাভোগী মানুষ পানি নিষ্কাশনের পথ সরকারি নালা/ড্রেন বন্ধ করে মাছ চাষ করায় লাঙ্গলঝাড়া, রুদ্রপুর, মাহমুদপুর ও গোলচাতর গ্রামবাসী সকলের জীবন-জীবিকার একমাত্র অবলম্বন ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছে না। কারণ উক্ত বিলের পানি পূর্বে যুগীবাড়ি হতে রুদ্রপুরগামী প্রধান সড়ক ভেদ করে একটি সরকারি কালভার্ট নির্মিত আছে যেটি গোবিন্দকাটি বিলের সরকারি ড্রেন দিয়ে ঝাউডাঙ্গা সরকারি খালে অনায়াসে পতিত হওয়ায় জলাবদ্ধতা থেকে আমরা সম্পূর্ণ মুক্ত ছিলাম। কিন্তু বিগত কয়েক বছর যাবৎ পানি চলাচলের ড্রেনটি ব্যক্তি সুবিধার্থে বন্ধ করায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং আমরা গ্রামবাসী আর্থিক ও জীবিকা নির্বাহের উপায় না থাকায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাছাড়া বছরের পর বছর পানি জমা থাকায় পানি দূষিত হওয়ার কারণে এলাকার বিভিন্ন ধরনের পানিবাহিত রোগব্যাধি দেখা দিচ্ছে। এ ব্যাপারে আমরা গ্রামবাসী বিভিন্ন মহলে যোগাযোগ করে কোন সুফল বা সুব্যবস্থা পাইনি। এভাবে চলতে থাকলে এই এলাকার মানুষ আর্থিক অভাব অনটনের সম্মুখীন হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি স্বরুপ হবে।


এই শ্রেণীর আরো সংবাদ