সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১২:২৮ পূর্বাহ্ন

কলারোয়ায় পাওনাদারের লাথিতে দেনাদার নিহত!

টুডে ডেস্ক / ৫৫২
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

সাতক্ষীরার কলারোয়ায় পাওনাদারের লাথিতে দেনাদার নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহত রেজাউল শেখের ছেলে রিপন হোসেন বাদি হয়ে বৃহস্পতিবার দুপুরে ০৯ জনকে আসামী করে এ হত্যা মামলা করেন। তবে এখন পর্যন্ত কোন আসামী গ্রেপ্তার হননি।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খায়রুল কবির জানান, উপজেলার ওফাপুর গ্রামের মাজেদ ঢালী একই গ্রামের রেজাউল শেখের নিকট এক হাজার ২০০ টাকা পেতেন । বুধবার রাতে পাওনা টাকা চাওয়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রেজাউল ইসলামের উপর হামলার অভিযোগ ওঠে মাজেদ ঢালী ও তার ছেলে উজ্জ্বল হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে। এ সময় উজ্জ্বল হোসেন দেনাদার রেজাউলের বুকে লাথি মারলে ঘটনাস্থলেই তিনি নিহত হন বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার সকালে রেজাউল শেখের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মাজেদ ঢালীর ছেলে রিপন হোসেন বাদি হয়ে ৯ জনকে আসামী করে কলারোয়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি।


এই শ্রেণীর আরো সংবাদ