বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০২:৩৯ পূর্বাহ্ন

কলারোয়ায় অবৈধ নুডুলস কারখানায় অগ্নিকাণ্ড

কলারোয়া সংবাদদাতা / ৩৫৯
প্রকাশের সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২

সাতক্ষীরার কলারোয়ায় প্রশাসনকে ম্যানেজ করে অবৈধ ভাবে অনুমোদনহীন কারাখানা গড়ে উঠেছে ব্রীজের ওপারসহ পৌরসদরে ও গ্রামগঞ্জে নুডুলস, ট্যাক, জুস, বেকারী, পাউডার সামগ্রী আবাসিক এলাকায়। বিভিন্ন পরিচয়ে প্রভাব দেখিয়ে চলছে অবৈধ এই রমরমা ব্যবসা সাধারণ জনগণ বিভিন্ন সময় অভিযোগ করলেও এর প্রতিকার পাইনি আবাসিক এলাকার জনসাধারণ আরোও আছে ক্যামিকেলের গন্ধ ধোয়া দুর্গন্ধ পরিবেশ দূষণ। তাদের কারখানার নেই কোন বিএসটিআইয়ের অনুমোদন, নেই পরিবেশের ছাড় পত্র। ফলে সরকারি কোন অনুমোদন না থাকায় সরকার হারাছেন রাজস্ব। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসি জানান এদের খুটির জোর কোথায়, কলাগাছির মোড়ে, বেত্রাবতী হাইস্কুলে পাশে এভাবে একাধিক অনুমোদহীন কারখানা গড়ে উঠছে। তাঁদের প্রশানের কোন বৈধ বা পৌরসভার কোন বৈধ্য কাগজ পত্র নাই বলে এলাকাবাসী জানান। ৯এপ্রিল শনিবার সকাল ৮টার দিকে কলারোয়ার কলাগাছি মোড়ে অবসরপ্রাপ্ত শিক্ষক মুক্তারুল ইসলামের বাড়িতে গড়ে ওঠা অবৈধ নুডুলস কারখানা গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্টি হওয়া আগুনে ভস্মীভূত। কলারোয়া ফায়ার সার্ভিস স্টেশনের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছানোর কারণে আল্লাহর রহমতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। কলারোয়ায় ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব কারখানা বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসী। বাসা-বাড়িতে কারখানা এ যেন দেখার কেউ নাই। এলাকাবাসি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছেন।


এই শ্রেণীর আরো সংবাদ