HEADLINE
ডেঙ্গু প্রতিরোধে একমাত্র উপায় জনসচেতনতা কবিতা: শরৎ মাখা শারদীয়া কেশবপুরে স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় যুবককে কারাদন্ড পাটকেলঘাটায় ছেলেকে মারধরের প্রতিবাদ করায় পিতাকে পি’টিয়ে হ’ত্যা ক্যান্সারে আক্রান্ত জাহানারা বাঁচতে চায় সাতক্ষীরায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত কারাগারে পড়াশোনায় ভালো করার জন্য ৫টি কার্যকরী গাইড লাইন দেশকে অন্ধকারে ঠেলে দিতে না চাইলে আবারও নৌকায় ভোট দিন : সাতক্ষীরায় জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় ঝাউডাঙ্গা সমাজ কল্যাণ ফাউন্ডেশনকে সম্মাননা ক্রেস্ট প্রদান শিশুর প্রথম এক বছর: শিক্ষার ভিত্তি স্থাপন
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৮ অপরাহ্ন

কলারোয়ার জয়নগর আশ্রায়ন প্রকল্পে বিভিন্ন খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

হাবিবুল্লাহ বাহার / ৪২৪
প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১

কলারোয়ার ধানদিয়ায় করোনা কালিন গো খাদ্য, শিশু খাদ্য ও নগদ অর্থ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউ এন ও) জুবায়ের হোসেন।

সোমবার(৫জুলাই ) বিকাল ৫টায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১নং জয়নগর ইউনিয়নের ধানদিয়া  হাইস্কুল সংলগ্ন আশ্রায়ন প্রকল্পে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুদ্দিন আল মাছুদ বাবুর সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা  জুবায়ের হোসেন চৌধুরীর উপস্থিতিতে আশ্রায়ন প্রকল্পে আশ্রিত ৬০ পরিবারের মধ্যো গো খাদ্য, শিশু খাদ্য ও নগদ অর্থ প্রদান করা হয়।

ইউ এন ও, গো খাদ্য, শিশু খাদ্য ও নগদ অর্থ তুলে দেন দুস্থ পরিবার গুলোর সদস্যদের হাতে।এ সময় ইউ এন ও জুবায়ের হোসেন বলেন, করোনা কালিন সময়ে আশ্রায়ন প্রকল্পে আশ্রিত পরিবার গুলো কর্মহীন হয়ে পড়ায় প্রধান মন্ত্রীর নিজস্ব তহবিল থেকে তাদের জন্য সামাস্য উপহার, প্রধান মন্ত্রীর প্রতিনিধি হিসেবে তিনি পৌছে দেন।প্রধান মন্ত্রীর সদয় দৃষ্টি সর্বক্ষন আশ্রায় প্রকল্পে আশ্রিত পরিবার গুলোর উপর রয়েছে বলে ও জানান তিনি।

অনুদান প্রাপ্তরা হলো ধানদিয়া আবাসনের ২০ পরিবার,জয়নগর আবাসনের ১১ টি পরিবার,খোর্দ্দবাঁটরায় আবাসনের ১৭ টি পরিবার ও ভ্যান চালক ১২ টি পরিবার।এছাড়াও ১০ বস্তা গো খাদ্য ও  ১০ প্যাকেট শিশু খাদ্য বিতারন করা হয়।এ সময় আরও উপস্থিত ছিলেন জয়নগর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি মাষ্টার আজিজুর রহমান,জয়নগর ইউনিয়ন পরিষদ সচিব হাবিবুর রহমান, চেয়ারম্যান প্রার্থী ও ইউপি সদস্য জয়দেব সাহা,৮নং জয়নগর ওয়ার্ডের ইউপি সদস্য রওশন আলী খাঁ,৯নং ধানদিয়া ওয়ার্ডের ইউপি সদস্য খালিদ হাসান টিটু,ইউপি সদস্য বজলুর রহমান,গ্রাম পুলিশ,আনসার ভিডিপির সদস্যরা।


সর্বশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা  জুবায়ের হোসেন ধানদিয়া আশ্রায়ন প্রকল্পের চারিপাশ ঘুরে দেখেন সেই সাথে ধানদিয়া হাইস্কুলের মনমুগ্ধ কর ছায়া শুনিবিড় বৃক্ষ কানন ঘুরে মুগ্ধতা প্রকাশ করেন।


এই শ্রেণীর আরো সংবাদ