HEADLINE
ডেঙ্গু প্রতিরোধে একমাত্র উপায় জনসচেতনতা কবিতা: শরৎ মাখা শারদীয়া কেশবপুরে স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় যুবককে কারাদন্ড পাটকেলঘাটায় ছেলেকে মারধরের প্রতিবাদ করায় পিতাকে পি’টিয়ে হ’ত্যা ক্যান্সারে আক্রান্ত জাহানারা বাঁচতে চায় সাতক্ষীরায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত কারাগারে পড়াশোনায় ভালো করার জন্য ৫টি কার্যকরী গাইড লাইন দেশকে অন্ধকারে ঠেলে দিতে না চাইলে আবারও নৌকায় ভোট দিন : সাতক্ষীরায় জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় ঝাউডাঙ্গা সমাজ কল্যাণ ফাউন্ডেশনকে সম্মাননা ক্রেস্ট প্রদান শিশুর প্রথম এক বছর: শিক্ষার ভিত্তি স্থাপন
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৯ অপরাহ্ন

করোনায় নারীর মৃত্যুতে সৎকার করলেন কেশবপুরে সৎকার টিমের সদস্যরা

কেশবপুর প্রতিনিধি / ৪৩৮
প্রকাশের সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১

যশোরের কেশবপুর পৌর শহরে করোনা এক নারীর মৃত্যু হয়। তার সৎকারে পাশে থাকেনি স্বজনরা।
পৌর শহরের সাহাপাড়ায় চিত্ত দে’র স্ত্রী মজ্ঞু দে (৫৯) করোনা আক্রান্ত হয়ে যশোর সদর হাসপাতালে বুধবার মৃত্যুবরণ করেন। মৃত্যকালে তিনি স্বামী, দুই কন্যা ও একপুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার করোনায় মৃত্যুবরণ করায় শবদেহের অন্ত্যেষ্টিক্রিয়ায় স্বজনসহ এলাকার কেউ এগিয়ে আসেনি। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন সহযোগীতায় কেশবপুর উপজেলা সৎকার টিমের সম্বনায়ক গেীতম রায়ের তত্বাবধানে এ সময় তার মিলন সরকার, বিশ্ব সাহা, গনেশ সাহা , গনেশ অধিকারী ও ফুলন অধিকারী ছুটে যান সৎকারে। এ সময় মহাশশ্নানে মজ্ঞু দে’ কে দেখতে যান প্রভাষক শংকর দে, কেশবপুর কেন্দ্রীয় কালী মন্দির পরিচালনা কমিটির নির্বাহী সদস্য উৎপল দে। কুঠিবাড়ি মহাশশ্নানে বিকালে তার শেষ কৃত্য সম্পন্ন হয়েছে।
মজ্ঞু দে’র মেয়ে প্রভাষক দীপিকা দে বলেন তার মা করোনায় আক্রান্ত হয়ে বুধবার মারা গেছেন। কেশবপুর উপজেলা সৎকার টিম তার মায়ের শেষ কৃত্য সম্পন্ন করেন।
উপজেলা সৎকার টিমের সম্বনায়ক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক গেীতম রায় বলেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন পিপিসহ সব উপকরণের ব্যবস্থা করে দেন। তার সহযোগীতায় আমরা কয়েক জন উপস্থিত হয়ে তার শেষ কৃত্য সম্পন্ন করেছি।


এই শ্রেণীর আরো সংবাদ