HEADLINE
কবিতা: উন্নয়নের শপিংমল বাংলাদেশি কমিউনিটি ইন সাইপ্রাসের নতুন কমিটি ঘোষণা পাঁচ টাকা নিয়ে কথা কাটাকাটি, ভ্যান চালকের ঘুষিতে যাত্রীর মৃত্যু ভোমরা বন্দরে পেঁয়াজ মজুদ রাখায় ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীকে জরিমানা সাতক্ষীরা কারাগারে আসামির মৃত্যু! ঝাউডাঙ্গায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে ধাক্কা, বাসের ১০ যাত্রী আহত কলারোয়া ফুটবল মাঠে আনন্দ মেলার নামে চলছে অবৈধ লটারির রমরমা বাণিজ্য! কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত সাতক্ষীরার নলতা শরীফে ৫৯ তম বার্ষিক ওরছ শুরু ৯ ফেব্রুয়ারি জনগণের ক্ষতি করে কোনো কাজ করা যাবে না- ঝাউডাঙ্গায় বেত্রবতী নদী খনন কাজ পরিদর্শনে এমপি রবি
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০১:২০ অপরাহ্ন

করোনায় উপসর্গে নারীর মৃত্যুতে সৎকারে পাশে থাকেনি স্বজনরা

কেশবপুর প্রতিনিধি / ২৮১
প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

কেশবপুর প্রতিনিধিঃ যশোরের কেশবপুর উপজেলার করোনায় উপসর্গ এক নারীর মৃত্যু। সৎকারে পাশে থাকেনি স্বজনরা। উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে প্রবীর দাসের কন্যা ডলি দাস(৩৮) মঙ্গলবার মারা যান।


তার করোনার উপসর্গ থাকায় শবদেহের অন্তেষ্টিক্রিয়ায় স্বজনসহ এলাকার কেউ এগিয়ে আসিনি। এসময় কেশবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য গৌতম রায়ের নেতৃত্বে মিলন সরকার, অসিম সাহা, বিশ্বজিৎ সাহা , ফুলন অধিকারী ,মিলন বিশ্বাস তার বালিয়াডাঙ্গা বাড়িতে উপস্থিত হয়ে সেখান থেকে শবদেহ নিয়ে দুপুরে কুঠিবড়ি মহাশ্নশানে নিয়ে যায়। মঙ্গলবার বিকালে শহরের কুঠিবড়ি মহাশ্নশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

এবিষয়ে উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক গৌতম রায় বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম আরাফাত হোসেন বিষয়টি আমাকে জানান। তিনি পিপিসহ সব উপকরণের ব্যবস্থা করে দেন।আমি সাথে সাথে আমার টিম নিয়ে তার বাড়িতে উপন্থিত হয়। শশ্নানে নিয়ে ডলি দাসের শেষকৃত্যু সম্পন্ন করেছি।


এই শ্রেণীর আরো সংবাদ