বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৩:৩৯ পূর্বাহ্ন

কপিলমুনিতে দিনেদুপুরে বাসাবাড়ীতে দুঃসাহসিক চুরি

জয় শাহ, কপিলমুনি প্রতিনিধি / ৯৬
প্রকাশের সময় : সোমবার, ১২ জুন, ২০২৩

কপিলমুনিতে দিনেদুপুরে বাসাবাড়ীতে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। চোরেরা ঘরে গচ্ছিত নগদ ২৫ হাজার টাকা ও আনুমানিক ৩ ভরি স্বর্ণ অলংকার নিয়ে নির্বিগ্নে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে পাইকগাছা উপজেলার কপিলমুনির উত্তর সলুয়া গ্রামে। ঘটনা ও জিডির বরাত দিয়ে জানাগেছে, রবিবার সকাল ১১ টার দিকে বাড়ীর মালিক মনিরুজ্জামান মনি ও তার স্ত্রী বসত ঘরের দরজা ও বাড়ীর প্রাচীরের গেটে তালা লাগিয়ে বাহিরে চলে যায়। এরপর কোন এক সময় পূর্ব পরিকল্পিত ভাবে ওৎ পেতে থাকা চোরের দল বাড়ীর পিছনের প্রাচীর টোপকে গিয়ে দরজার তালা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে। এরপর চোরের দল তালা বদ্ধ শোকেচ ও  ড্রাম ভেঙ্গে তার ভিতরে থাকা ঈদ উপলক্ষ্যে গরু কেনার জন্য গুছিয়ে রাখা নগদ ২৫ হাজার টাকা, একটি স্বর্ণের রুলি, দুই জোড়া কানের দুল, দুটি আংটি ও  বিভিন্ন প্রকার মালামাল নিয়ে নির্বিগ্নে পালিয়ে যায়। ঘটনার পর মনিরুজ্জামানের স্ত্রী বাড়ীতে ফিরে চুরির বিষয়টি বুঝতে পেরে তার স্বামীকে খবর দেয়। মনিরুজ্জামান বাড়ীতে এসে তাৎক্ষণিক স্থানীয় ফাঁড়ী পুলিশকে বিষয়টি অবহিত করেন। সর্বশেষ ঘটনায় বিষয়ে বাড়ীর মালিক বাদী হয়ে পাইকগাছা থানায় একটি জিডি করেছেন। এব্যাপারে হরিঢালী ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই সঞ্জিত কুমার বিশ্বাস জানান, চুরির ঘটনা শোনা মাত্রই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীকে থানায় অভিযোগ দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। ইতোমধ্যে আমরা অলরেডি পাইকগাছা থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের পরামর্শক্রমে তদন্ত শুরু করেছি।


এই শ্রেণীর আরো সংবাদ