HEADLINE
রপ্তানি বন্ধের ঘোষণায় একদিনেই সাতক্ষীরায় পেঁয়াজের দাম দ্বিগুন সাতক্ষীরায় ফের একই পরিবারের ৪ জনকে অজ্ঞান করে সর্বস্ব লুট আসুন সবাই মিলে বাংলাদেশের রাজনীতিতে সহিংসতা দূর করি সাতক্ষীরায় ১৫টি যানবাহন ও ৬টি মুদি দোকানে জরিমানা সরসকাটি দাখিল মাদ্রাসায় পাতানো নিয়োগ বোর্ড সম্পন্ন দক্ষিণ ফিংড়িতে “শিশু যৌন নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে তারুণ্য” শীর্ষক পথনাটক সরসকাটি দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ অস্থিতিশীলতার দিকে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ যুবলীগের অঙ্গীকার আসাদুজ্জামান বাবু এমপি হলে সকল মানুষ পাবে উপকার সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই ভারতীয় নাগরিক নিহত, আহত ১
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৬ অপরাহ্ন

কচুয়া সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

কচুয়া প্রতিনিধি / ৩৯১
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

কচুয়া-বাগেরহাট মহাসড়কে কচুয়া ব্রাক অফিসের সামনে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে। ২৯ অক্টোবর শুক্রবার বিকালে আরিয়া মদ্দন এলাকার কচুয়া-বাগেরহাট মহাসড়কের ব্রাক অফিসের সামনে মোটর সাইকেলের ধাক্কায় বাইসাইকেলের ১ আরোহী নিহত হয়। নিহত ব্যক্তি কচুয়া ইউনিয়নের আরিয়ামদ্দন এলাকার মৃত দেবেন্দ্রনাথের ছেলে গোবিন্দ দেবনাথ(৫০)।এ সময় মোটরসাইকেলে থাকা ২ জন আহত হয়েছেন। আহত ২ জনের ১ জন কচুয়া হাজিপাড়া গ্রামের মান্না(১৮)।আরেক জন কদ্দুস এর ছেলে আকাশ(২২)ঘটনা স্থল থেকে নেওয়া তথ্য অনুযায়ী,কচুয়া থেকে নিহত গোবিন্দ দেবনাথ সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন কিন্তু একি দিক থেকে মোটরসাইকেলে একজন আরোহী সহ সাইনবোর্ড এলাকার দিকে যাচ্ছিলেন এসময় কচুয়া ব্রাকের শাখা অফিসের সামনে পিছন থেকে গোবিন্দ দেবনাথের বাইসাইকেল আঘাত করে।এসময় সাইকেল ও মোটর সাইকেলের উভয়ে আঘাত প্রাপ্ত হয়।ঘটনা স্থল থেকে স্থানীয় লোকজন গোবিন্দ দেবনাথ কে পাশের হাজেরাখাতুন হেলথকেয়ার লিঃ এ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।বাকি দুজনের একজন কে কচুয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।অন্য জনের অবস্থা গুরুতর হওয়ায় বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয় বলে তথ্য পাওয়া যায়।কচুয়া থানা পুলিশের মাধ্যমে ঘাতক মোটরসাইকেল ও বাইসাইকেল থানা হেফাজতে নেওয়া হয়েছে।এ রির্পোট লেখা পর্যন্ত নিহতের লাশ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরনের প্রকৃয়া চলছিল।


এই শ্রেণীর আরো সংবাদ