মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১০:৪৫ পূর্বাহ্ন

কচুয়া গাঁজা সহ আটক ১

কচুয়া প্রতিনিধি / ৩৩৮
প্রকাশের সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১

কচুয়ায় গাঁজাসহ ১ জনকে আটক করেছে কচুয়া থানা পুলিশ। গত শনিবার রাত ৮ টার পরে বাগেরহাট জেলার কচুয়া উপজেলার শিয়ালকাঠি এলাকা থেকে জাহিদুল ফকির(২৫) কে আটক করে। এসময়ে তার কাছথেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক জাহিদুল ফকির বাগেরহাট সদর উপজেলার পারনোয়াপাড়া গ্রামের মোঃনাদের ফকিরের ছেলে।কচুয়া থানা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী,৩৬(১) এর ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী অবৈধ মাদকদ্রব্য কথিত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখার অপরাধে মামলা হয়েছে।আটক ব্যক্তির কাছ থেকে ৫০ (পঞ্চাশ) গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয়েছে।উদ্ধার কৃত গাঁজার অনুমানিক মূল্য ২ হাজার টাকা। কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মনিরুল ইসলামের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়েছে।তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে পরদিন সকালে আদালতে পাঠানো হয়েছে।


এই শ্রেণীর আরো সংবাদ