সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০১:০১ পূর্বাহ্ন

কচুয়ায় এক মহিলা মাদক ব্যাবসায়ী আটক

কচুয়া প্রতিনিধি / ২৪৫
প্রকাশের সময় : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

বাগেরহাটের কচুয়ায় সেলিনা বেগম (২৭) নামে ১ মহিলা মাদক ব্যাবসায়ীকে আটক করেছে কচুয়া থানা পুলিশ। কচুয়া থানা পুলিশ জানায় যে, গতকাল রাত ৯টা ৫৫ মিনিটে কচুয়া থানার অফিসার ইন চার্জ মো: মনিরুল ইসলামের নেতৃতে এসআই মো: হাবিবুর রহমান, এসআই মো: সেলিম মহালদার সংগীয় এসআই মো: মোমরেজ আলী মোল্লা, এএসআই মো: আমিরুল ইসলাম, এএসআই হালিমা খাতুন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন জনৈক মো: ফেরদাউস খানের বাড়ি থেকে সেলিনা বেগম নামে এক মহিলাকে মাদক (গাজা) বিক্রি সময় হাতে নাতে তাকে আটক করে। পরে তার ঘরের বারান্দার টেবিলের নিচ থেকে মাদকের ব্যাগ উদ্ধার করা হয় পাওয়া যায় । এসআই মো: মোমলেজ আলী মোল্লা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ সালের ৩৬ (১) এর ১৯ (ক) ধারায় অপরাধ করায় আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন জন্য মামলা করেন। মামলা নং-০৭, তাং-২১–০১-১৬। আটককৃত মাদক ব্যবসায়ী সেলিনা বেগম কচুয়া থানার যশোরদী গ্রামের মো: ফেরদাউস খানের স্ত্রী।


এই শ্রেণীর আরো সংবাদ