একুশ মানে ফাগুন হাওয়া একুশ মানেই ভালোবাসা
একুশ মানে বাসন্তী রঙ মনে সবার রঙিন আশা॥
একুশ মোদের অহংকার একুশ মোদের প্রাপ্তি
একুশ মানে প্রভাত ফেরি অপেক্ষার পুরো রাত্রি॥
একুশ মানে শিশুর গালে শহীদ মিনারের আল্পনা
একুশ মানে শুখনো ডালে ফুলের বৃতি যায় গোনা॥
একুশ মানে প্রাণের টানে বই মেলার সেই লম্বা লাইন
একুশের মাঝে খুঁজে ফিরি দেশপ্রেমের চেতনা অমলিন॥
একুশ এখন বিশ্ববাসীর শুধু বাংলাদেশের নয়
একুশের সেই ইতিহাস তাই বিরল হয়ে রয়॥
একুশ মোরা দেখিনি তবু একুশের গান গাই
একুশ মোদের প্রেরণা জোগায় ত্যাগের মহিমায়॥
লেখকঃ অজয় কান্তি মন্ডল
ফুজিয়ান, চীন।