HEADLINE
কবিতা: উন্নয়নের শপিংমল বাংলাদেশি কমিউনিটি ইন সাইপ্রাসের নতুন কমিটি ঘোষণা পাঁচ টাকা নিয়ে কথা কাটাকাটি, ভ্যান চালকের ঘুষিতে যাত্রীর মৃত্যু ভোমরা বন্দরে পেঁয়াজ মজুদ রাখায় ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীকে জরিমানা সাতক্ষীরা কারাগারে আসামির মৃত্যু! ঝাউডাঙ্গায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে ধাক্কা, বাসের ১০ যাত্রী আহত কলারোয়া ফুটবল মাঠে আনন্দ মেলার নামে চলছে অবৈধ লটারির রমরমা বাণিজ্য! কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত সাতক্ষীরার নলতা শরীফে ৫৯ তম বার্ষিক ওরছ শুরু ৯ ফেব্রুয়ারি জনগণের ক্ষতি করে কোনো কাজ করা যাবে না- ঝাউডাঙ্গায় বেত্রবতী নদী খনন কাজ পরিদর্শনে এমপি রবি
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০১:০১ অপরাহ্ন

আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় নানী নিহত, নাতি আহত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি / ৪০৯
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

আশাশুনিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইঞ্জিনভ্যান যাত্রী নিহত ও তার নাতি ভ্যান চালক গুরুতর আহত হয়েছে। গতকাল (মঙ্গলবার) বিকাল ৩/২০ টার দিকে আশাশুনি টু সাতক্ষীরা সড়কের কুল্যা সিনেমা হলের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত নানীর নাম জাহানারা খাতুন (৬০)। তিনি দেবহাটা উপজেলার বিল শিমুলবাড়িয়া গ্রামের আবুল সরকারের স্ত্রী।


প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানাগেছে, নিহত জাহানারা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার সুকদেবপুর গ্রামে জামাতা শাহ আলমের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। দুপুরে খাওয়া দাওয়া শেষে নাতি মাসুদ রানার ইঞ্জিনভ্যান (খাটবডি) যোগে তিনি নিজের বাড়িতে যাচ্ছিলেন। বিকাল ৩.২০ টার দিকে কুল্যার মোড় হয়ে ঘটনাস্থলে পৌঁছালে সাতক্ষীরার দিক থেকে ছেড়ে আসা (ঢাকা মেট্রো-জ-৪-০০০২) যাত্রীবাহী মিনিবাসের সাথে ভ্যানের মুখোমুখি ধাক্কা লাগে। নানী জাহানারা ছিটকে পড়ে গেলে বাসের পিছনের চাকা তার কোমরের উপর দিয়ে চলে যায়, ফলে ঘটনাস্থলে তিনি মারা যান। ভ্যানচলক নাতি মাসুদ রানা বাসের সাথে ধাক্কা পেয়ে মাথা ফেটে গেলে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের গাড়িতে করে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাসচালক পুরোহিতপুর গ্রামের হযরত আলী বাস নিয়ে দ্রæত ঘটনাস্থল ত্যাগ করেন।


সাতক্ষীরা ও আশাশুনি উপজেলা ফায়ার সার্ভিসের দু’টি টিম ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ পরিচালনা করেন। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবির ঘটনাস্থলে পৌছে যানবাহন চলাচাল স্বাভাবিক করেন এবং নিহতের মৃতদেহ থানা হেফাজতে নেয়া হয়েছে।


আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ থানা হেফাজতে নেয়া হয়েছে। ঘাতক বাসট আমরা আটক করেছি। পরবর্তী প্রক্রিয়া অনুযায়ী লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


এই শ্রেণীর আরো সংবাদ