আশাশুনি-সাতক্ষীরা সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় এক গ্রাম ডাক্তার নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৪.৩০ টার দিকে সড়কের দক্ষিণ চাপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের টেংরাখালী গ্রামের জীবন সানার ছেলে, বর্তমান আশাশুনি সদর গ্রামে বসবাসকারী গ্রাম ডাক্তার আশুতোশ রায় (৫৫) বুধহাটার দিক থেকে নিজের মোটর সাইকেল চালিয়ে আশাশুনি আসতেছিলেন। বিকাল ৪.৩০ টার দিকে সড়কের চিলেডাঙ্গা মোড় পার হয়ে দঃ চাপড়া গ্রামে ঢোকার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বৈদ্যুতিক জোড়া খুঁটির সাথে দ্রুতগতির মোটর সাইকেল ধক্কা লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আশাশুনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি দল ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করেন। দুর্ঘটনায় নিহতের মাথার হেলমেট ও মোটর সাইকেল দুমড়ে মুচড়ে গেছে। দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি।