জি এম মুজিবুর রহমান, আশাশুনিঃ আশাশুনিতে ট্রলার ডুবে ৩ শ্রমিক নিখোঁজের ৫৪ ঘন্টা পর একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রæয়ারি) দুপুর ১১.৫৫ মিনিটে শ্রীপুর-কুড়িকাহুনিয়া কপোতাক্ষ নদের তীর থেকে এ মৃতদেহ উদ্ধার করা হয়।
গত ১৬ ফেব্রæয়ারি ভোর ৬ টার সময় শ্রীপুর-কুড়িকাহুনিয়ায় পাউবো’র ভেঙ্গে যাওয়া বেড়ী বাঁধ নির্মান কাজে নিয়োজিত ১২ শ্রমিক ট্রলারে নদী পার হওয়ার সময় ট্রলারটি প্রবল ¯্রােতে ও ঘোলে ডুবে যায়। ৯ জন শ্রমিকের হদিস মিললেও ৩ জনের কোন খোঁজ পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সাতক্ষীরার উপ-সহকারি পরিচালক তারেক হাসান ভুইয়া জানান, ফায়ার সার্ভিসের ও কোষ্টগার্ডের ডুবুরিদল নদীতে তল্লাসি চালিয়ে নিখোঁজের ৫৪ ঘন্টা পর কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের বিপরীতে নদীর তীরে ভাসমান অবস্থায় একটি মৃতদেহ উদ্ধার করে। উদ্ধার হওয়া মৃতব্যক্তি শ্রীউলা ইউনিয়নের বকচর গ্রামের মনজিল গাজীর পুত্র বাবর আলি। দুপুর আড়াইটার দিকে সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতান, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন ও থানা পুলিশের উপস্থিতিতে মৃত বাবর আলির পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করেন। নিখোঁজ একই গ্রামের ফজলে সানার পুত্র শফিকুল ও পুইজালা গ্রামের মানিক মোড়লের পুত্র আজিজুর রহমানের মৃতদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।